fly_ash
মাধ্যম নিউজ ডেস্ক: ছাইয়ের দখল কার? এনটিপিসির ছাই নিয়ে এবার খুনোখুনির আশঙ্কা ফরাক্কায়। তুঙ্গে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। নবান্ন থেকে স্থানীয় থানা। ফরাক্কার ব্লক সভাপতির চিঠি গেল সর্বত্র। চিঠিতে তোলাবাজির অভিযোগ প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। চিঠি পাঠিয়েছেন শেখ আজারত আলি, ফরাক্কার তৃণমূলের ব্লক সভাপতি। প্রাণনাশের আশঙ্কা করে চিঠি পাঠিয়েছেন তিনি। অভিযোগ প্রাক্তন বিধায়ক মইনুল হকের সিন্ডিকেট, দখল রেখেছে এনটিপিসির ফ্লাই অ্যাশের কারবার। শেখ আজরাত আলির অভিযোগ, দৈনিক প্রায় ৭ লক্ষ টাকার কারবার চালাচ্ছেন ফরাক্কার পাঁচবারের বিধায়ক মইনুল হক। মইনুল হক। পাঁচবারের কংগ্রেস বিধায়ক। একুশের নির্বাচনে হেরে ২০২১এ সেপ্টেম্বরে দলবদল করে তৃণমূল কংগ্রেসে মইনুল হক। নব-পুরানোর ঝগড়া তৃণমূলে আছেই। শেখ আজারতের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মইনুল হক। মাধ্যমকে একান্ত সাক্ষাতকারে জানিয়েছেন, পুরানো ঈর্ষা থেকেই এমন অভিযোগ শেখ আজারাতের। নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ।