img

Follow us on

Saturday, Jan 18, 2025

Music: ঘর সাজানো বাজনায়, বাজে না কেন বাদ্যযন্ত্ররা?

ঘর সাজানো বাজনায়, বাজে না কেন বাদ্যযন্ত্ররা?

  2022-12-25 01:42:30

ঘর ভর্তি বাজনা। বেশির ভাগই বাজে না। সবটাই ঘর সাজানোর জন্য। কেউ কেউ বাজে অবশ্য। 

কি নেই ঘরে? পঞ্জাবের বিখ্যাত ময়ূরী বীণা বা দিলরুবা থেকে, সেতার তানপুরা সরোদ সব হাজির। আছে একতারা-দোতারা-ম্যান্ডোলিন। শুধুই কি স্ট্রিং ইন্সট্রুমেন্ট? তালবাদ্য আছে তার সখের তালিকায়। সেকেলে ঢোল তবলা থেকে আধুনিক ড্রামসেট, এমনকি মাদল ধামসা সব। আর এই সবই তিনি বানিয়েছেন নিজের হাতে। কেউই বাজবে না। কিন্তু চোখে একবার পড়লে চোখ সরাতেও পারবেন না। অনেকগুলোই তৈরি স্রেফ নারকেলের মালা দিয়ে।

আসুন পরিচয় করি সোমনাথ বন্দোপাধ্যায়ের সঙ্গে।

সখ তো কতরকমের হয়। এও এক সখের জায়গা সোমনাথের। দীর্ঘদিন পোষাক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু কাজের জগতের ব্যস্ততার মাঝেও মাথায় নড়ে উঠত সখের পোকা। আর টুক টুক করে বানিয়ে ফেলতেন রকমারি বাদ্যযন্ত্র! সবটাই সখে। অবশ্য এমন সখের পিছনের কারণ তাঁর বাবা। সোমনাথের বাবা নীরদবরণ বন্দ্যোপাধ্যায় মূলত গান বাজনার মানুষ, ফলে ছোটবেলা থেকেই বিভিন্ন বাদ্যযন্ত্রের ওপর আকর্ষণ ছিলই। 
সুরটাও যে কানে ছিল সেটা বোঝাই যায়। একদিন ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে বানিয়ে ফেললেন, বোতল তরঙ্গ, বাঁশ তরঙ্গ, কাঁচ তরঙ্গ, অনুপ্রেরণা অবশ্যই সেই কাশ্মিরী জলতরঙ্গের।
 
ফেলে দেওয়া ঠান্ডা পানীয়ের প্লাস্টিকের বোতলও যে হাওয়ার ভরার তারতম্যের কারণে সুরে বেজে ওঠে। তাই বা কে জানত! বানিয়ে ফেলেছেন বোতল তরঙ্গ।! 
মাঝে মধ্যে পাড়ার বিভিন্ন অনুষ্ঠানে বাজিয়েও এসেছেন। 
 
এমন বিচিত্র সখ আর সাফল্যের স্বীকৃতি জানিয়েছে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। নাম উঠেছে শ্রীরামপুরের সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের। (মিউজিক) ফলে আরও উৎসাহী হয়ে চলছে নতুন নতুন বাদ্যযন্ত্রের পরীক্ষা নিরীক্ষা।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Music

instrument

instrument maker

musical instrument

musical instruments

musical instruments maker

instrument making

musical instrument making

instruments

the instrument maker

instrument makers

indian musical instrument

musical instrument making from coconut

the maker & the instrument

house full of instruments

none of them for play

none for play

full of instruments

music 2022

christmas music

top music

music 2023

new music

calm music

instrumental music

somnath banerjee


আরও খবর


ছবিতে খবর