মুসলিম শিল্পীর হাতে সেজে উঠছে সুরুলের হেরিটেজ মন্দির
ভেঙে পড়া দেউল ফের সাজছে। সাড়ে তিনশ বছরের ঐতিহ্যের ভারে ক্রমশ যখন সে ন্যুব্জ , তখনই পোঁচ পড়ছে রঙের। ফের সে ফিরে পাচ্ছে তার হারানো গরিমা। মন্দিরের দেওয়ালে মূর্ত হচ্ছে দেবী দুর্গা থেকে রাম-রাবণের মূর্তি। মূর্ত হচ্ছে ইতিহাসের নানা অধ্যায়। আর চুন সুরকির মিশ্রণে যাঁরা এই ইতিহাসকে রূপ দিচ্ছেন, তাঁদের মধ্যে যেমন আছেন লক্ষণ বাগদী, তেমনই আছেন তাজেম শেখ, সাজ্জাদ মণ্ডলরা। বীরভূমের সুরুল। শান্তিনিকেতন থেকে ৩ কিলোমিটার দূরে ছোট্ট গ্রাম। সেখানেই সাড়ে তিনশ বছর আগে তৈরি হয়েছিল এই মন্দির। মূল মন্দিরটি লক্ষ্মী-জনার্দনের। মন্দিরের গা জুড়ে টেরাকোটার কাজ। কালের গর্ভে এর অনেকটাই হারিয়ে গেছে। তবে তা পুনরুদ্ধারে নেমেছেন সরকার বাড়ির জমিদার পরিবার। তাঁরা ডেকে এনেছেন মুর্শিদাবাদের মুসলিম শিল্পীদের। আর সেই মুসলিম শিল্পীরাই পরম যত্নে ফুটিয়ে তুলছেন রাবণের অভিষেক থেকে রাম রাবণের যুদ্ধের কাজ।