মমতার নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে কেন গ্রেফতারি পরোয়ানা?
নন্দীগ্রামে খুনের মামলায়, গ্রেফতারি পরোয়ানা মুখ্যমন্ত্রীর ইলেকশন এজেন্টের বিরুদ্ধে। সেখ সুফিয়ান,আবু তাহের সহ চার জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হলদিয়া আদালত।
২মে, ২০২১
২মে ২০২১ সালের ঘটনা। নন্দিগ্রামের চিল্লগ্রাম। বিধানসভা নির্বাচনের পর। খুন হন দেবব্রত মাইতি। সেই ভোট পরবর্তী খুনের মামলায় এবার গ্রেফতারি পরোয়ানা মুখ্যমন্ত্রীর ইলেকশন এজেন্ট সেখ সুফিয়ান সহ তৃণমূল নেতা, আবু তাহের,শেখ খুশনবি এবং শেখ আমানুল্লার নামে।
সোমবার হলদিয়া আদালতে সিবিআই সাপ্লিমেন্টারী চার্জসিট জমা দিল। চার্জশিটে নাম আছে, সেখ সুফিয়ান, আবু তাহের, সেখ খুসনবি, আমানুল্লাহ, সেখ সৈয়ম কাজি, সেখ সামসুদ্দোহার। এঁদের মধ্যে মুখ্যমন্ত্রীর ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ান। নন্দিগ্রামে তৃণমূলের নেতা আবু তাহের সহ আরও দুজন। যারা তদন্ত চলাকালীন কোন রকম সাহায্য না করায়, তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইল সিবিআই। সোমবার আদালত তা মঞ্জুর করে। যদিও আবু সুফিয়ানের আইনজীবি মনসুর আলম, জানিয়েছেন তাঁরা উচ্চ আদালতে জামিনের আবেদন করবেন।
এর আগে একাধিকবার, ভোট পরবর্তী হিংসা মামলায় দফায় দফায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় আবু সুফিয়ান ও আবু তাহেরকে। কিন্তু গ্রেফতারির আশঙ্কা থেকেই CBI দফতরে যেতে চাইছেন না বলে জল্পনা। সম্প্রতি আবু তাহেরের বাড়ি গিয়ে দেখাও করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল সূত্রে খবর অভিষেকের বার্তা নিয়েই গিয়েছিলেন কুণাল, যিনি আবার মেদিনীপুরে দায়িত্বেও আছেন।
প্রশ্ন হল কি বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়? কারণ নন্দিগ্রাম অঞ্চলে এই দুই নেতাই যথেষ্ট প্রভাবশালী। যাদের ছাড়া শাসক দলের ইলেকশন মেশিনারি কানা। পঞ্চায়েতের আগে কিছুতেই এই দুই নেতা গ্রেফতার হোক চাইবে না তৃণমূল। সেই কারণেই কি কুণালকে দিয়ে বার্তা ভাইপোর?
Tags:
Mamata Banerjee
Nandigram
bangla news
Bengali news
Election Commission
Arrest
mamata banerjee nandigram
madhoym
nandigram news
nandigram news today
nandigram latest news
nandigram update
nandigram mamata banerjee
nandigram clash
nandigram violence
nandigram post poll violence
west bengal election
west bengal assembly election 2021
west bengal assembly election
assembly election 2021
mamta banerjee's election agent
cbi summons mamta banerjee's election agent
bengal election 2021
election agent of mamata
warrant
arrest warrants
elections
arrest warrant against election agent