img

Follow us on

Sunday, Jan 19, 2025

Narendra Modi: দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এ কী মন্তব্য অভিষেকের?

WhatsApp_Image_2023-05-27_at_1941.11

  2023-05-27 21:30:45

গোপীবল্লভপুরের সভা থেকে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কদর্য মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 
ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন অভিষেক। দুবারের সাংসদ। সেই সংসদের নেতার নাম নরেন্দ্র মোদি। যিনি সংখ্যাগরিষ্ঠ সাংসদের হাতে নির্বাচিত নেতা। দেশে বিদেশে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। 
দেশের নেতা হওয়ার আগে, ৪বার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন নরেন্দ্র মোদি। 
২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত তাঁর হাতেই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছেন দেশের মানুষ। 
গুজরাটের মুখ্যমন্ত্রী ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত 
দেশের প্রধানমন্ত্রী     ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত
তাঁর আগেও দীর্ঘ সময় বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলের সংগঠনে কাজ করেছেন নরেন্দ্র মোদি। একটা দীর্ঘ সময়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে, এখন দেশের মানুষের কাছে পরীক্ষিত নেতা। 
আর ঠিক তাঁর উল্টোদিকে ২০১১ সালে বাংলার রাজনীতিতে প্রথম পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাইয়ের মঞ্চে। ২০১৪ সালে প্রথমবারের সংসদ। মুখ্যমন্ত্রী পিসির সৌজন্যে। সোমেন মিত্রের মত প্রবীণ অভিজ্ঞ নেতাকের সরিয়ে তাঁকে জায়গা করিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদীয় রাজনীতিতে যার অভিজ্ঞতা সবে ন বছরের। তাঁর মুখের বার্তা দেশের প্রধানমন্ত্রী সমপর্কে। যিনি রাজনীতির আঙিনাতেও তাঁর থেকে কয়েকগুণ বেশি অভিজ্ঞতা সম্পর্ন শুধু তাই নয়। বরং প্রবীণও বটে।
প্রশ্ন হল রাজনৈতিক বিরোধিতা থাকলে কি এই ভাষায় কথা বলা যায়? অভিষেক নাকি তৃণমূল কংগ্রেসের যুব মুখের প্রতিনিধি। কি শেখাচ্ছেন বাংলার তরুণদের? এই বয়ানে রাজনৈতিক বিরোধিতা করা যায়? 
রাজনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য বলছেন,বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বিরোধীদের সম্পর্কে এত কদর্য ভাষা আগে কেউ ব্যবহার করতেন না। পিসির পদাঙ্ক অনুসরণ করেই চলছেন অভিষেক। তৃনমূলের তরূণ মুখ।

Tags:

Mamata Banerjee

Madhyom

PM Narendra Modi

Narendra Modi

PM Modi

bangla news

Bengali news

Abhishek Banerjee

Prime minister Narendra Modi

TMC MP Abhishek Banerjee

abhishek banerjee news

abhishek banerjee latest news

abhishek banerjee today

abhishek banerjee speech

prime minister modi

abhishek banerjee news today

narendra

abhishek banerjee to narendra modi

illicit comments

illicit

comment

comments

comments about pm modi

comments about pm


আরও খবর


ছবিতে খবর