WhatsApp_Image_2023-01-13_at_1826.29
যুব দিবসে (national youth day) ফেসবুকেই স্বামীজি (swami vivekananda) , ধুলোয় গড়াচ্ছে মূর্তি-আদর্শ। কেলেঙ্কারি সর্বস্ব বাংলায় এখন এটাই ছবি। অনুব্রত মণ্ডলের বীরভূমের(Birbhum) নলহাটি (nalhati)। এখানেই বাসস্ট্যান্ডে স্থাপিত হয়েছিল স্বামী বিবেকানন্দর আবক্ষ মূর্তি। কিন্তু আজকের যুব দিবসেও সেই মূর্তির এই হাল। চারদিকে আগাছায় ভর্তি। ধুলোর আস্তরণ। বোঝাই যাচ্ছে নজর নেই পুরসভার। শাসকের কাছে বিবেকানন্দ এখানে একেবারে প্রান্তিক। এককোণে বসে স্বামীজি যেন দেখছেন এ যুগের হাল হকিকত। তাঁকে নিয়েই নিজের ফেসবুক পেজে ছবি দিয়েছেন পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং। কিন্তু পুরোটাই নেতা সুলভ। ডিজিটালের যুগে নিছক বার্তা। স্বামীজির আদর্শ আর তাঁর মূর্তিতে মাল্যদানের জন্য সময় কোথায় এই সব নেতাদের। শাসক কূল জুড়ে এখন আখেড় গোছানোর পালা। মানুষ হওয়ার কথা এখন শোনা যায় না। বরং যুব দিবসে শোভা পায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এটাই এখন বাংলার কালচার। যা দেখে ক্ষোভ উগরে দিয়েছেন নলহাটির স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি নেতারা।
সংবাদমাধ্যমের ক্যামেরায় এই ছবি ধরা পড়ার পর বিজেপির তরফেই এলাকা পরিস্কারের উদ্যোগ নেওয়া হয়। ঝোপঝাড় সাফ করে পরিষ্কার করা হয় আবক্ষ মূর্তি। মাল্যদান করা হয় বিবেকানন্দর মূর্তিতে। তবে এমন একটা মূর্তি থাকা সত্বেও যুব দিবসের সকালে কেন সেখানে পুরসভার তরফ থেকে কোনও উদ্যোগ নেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছে নলহাটি বাসী। তাঁদের মুখে এখন একটাই কথা, আজকের পশ্চিমবঙ্গ যেভাবে চলছে, যেভাবে ভুলুন্ঠিত হচ্ছে স্বামীজির আদর্শ, সেখানে চোখ বুজে দূরে থাকাই পছন্দ করছেন বীর সন্ন্যাসী বিবেকানন্দ।
Tags:
Birbhum
Nalhati
Swami Vivekananda
national youth day
national youth day 2023
national youth day celebration
why do we celebrate national youth day
yuva diwas status
yuva diwas
yuva diwas song
yuva diwas kab manaya jata hai
rashtriya yuva diwas
yuva diwas whatsapp status
antarrashtriya yuva diwas
swami vivekananda birthday
swami vivekananda birthday status
swami vivekananda jayanti