img

Follow us on

Saturday, Jan 18, 2025

MGNREGA: মনরেগার গাছ নেই, উধাও টাকাও, যুক্তি সব খেয়েছে ছাগলে

রূপপুরে মৎস্য দফতরের মনরেগার কাজে দুর্নীতি

  2022-06-28 22:42:45

খাতায় কলমে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার গাছ লাগানো হয়েছে ৷ যদিও, বাস্তবে তা নেই ৷ ২০২১-২২ অর্থবর্ষের মহাত্মা গান্ধী গ্রামীণ জাতীয় কর্ম সুনিশ্চয়তা প্রকল্পে (MGNREGA) শান্তিনিকেতনের বল্লভপুরে ফলের গাছ লাগানোর খতিয়ান দেওয়া রয়েছে বোর্ডে ৷ অভিযোগ, ২০১৮ সালের পর সেখানে আর গাছই লাগানো হয়নি ৷ এমনকি, এর প্রতিবাদ করায় সরিয়ে দেওয়া সুপারভাইজারকেও ৷ রণেন্দ্রনাথ সরকার, উপপ্রধান, রূপপুর গ্রাম পঞ্চায়েত, বক্তব্য, "অভিযোগ পেয়েই আমাদের আধিকারিকেরা গিয়ে দেখে এসেছে। গাছ সঠিক ভাবেই লাগানো হয়েছে৷ তবে ঠিক ভাবে যত্ন না নেওয়ার জন্য কিছু গাছ নেই৷ যেহেতু মৎস দপ্তরে অন্তর্গত, তাই তাদের লোকই দেখাশোনা করে। নজরদারি করেনি বলে গাছগুলোকে ছাগলে খেয়ে নিয়েছে।" শান্তিনিকেতন থানার রূপপুর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর জঙ্গলের ভিতরে বিস্তীর্ণ একটি জায়গায় মৎস চাষের উদ্যোগ নেওয়া হয় ৷ সেই সময় রাজ্যের মৎসদপ্তরে মন্ত্রী ছিলেন বোলপুরে বিধায়ক চন্দ্রনাথ সিংহ। মন্ত্রী আবদারে মৎস দপ্তর জঙ্গলের ভিতরে প্রায় ২১ টি পুকুর খনন করে ৷ ২০১৫-১৬ থেকে ২০১৭-১৮ অর্থবর্ষে এই কাজ হয় ৷ খরচ হয়, ১৫ লক্ষ ৯৪ হাজার ৩৭১ টাকা। পুকুর তো খোঁড়া হল কিন্তু মাছ চাষ হয় না বলেই অভিযোগ। লাল মোরাম মাটিতে এই পুকুরগুলির পাড় যাতে ধসে না পরে তারজন্য ভ্যাটিভার ঘাস লাগানো হয়েছিল। খরচ হয়েছিল, ৮ লক্ষ টাকা। এই বিশেষ ঘাস মূলত ভাঙন রোধ করে৷ সে সব ঘাসেরও আর দেখা নেই এখানে ৷ এবার এল গাছ লাগানোর পালা। মহাত্মা গান্ধী গ্রামীণ জাতীয় কর্ম সুনিশ্চয়তা প্রকল্পের (MGNREGA) আওতায় ২০২১-২২ অর্থবর্ষে ঐ পুকুর পাড় সংলগ্ন এলাকায় ৩ লক্ষ ৩৬ হাজার ২১১ টাকা খরচ করে বিভিন্ন ফলের গাছ লাগানো হয়েছে ৷ অন্তত এমনই খাতায় কলমে রয়েছে। আগেই শুনেছেন প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গাছ নাকি ছাগলে খেয়েছে?... অভিযোগ, ২০১৮ সালে এই এলাকায় শেষবার কিছু ফলের গাছ লাগানো হয়েছিল ৷ আম, পেয়ারা, আমলকি, লেবু প্রভৃতি গুটি কতক ফলের গাছ এখনও চোখে পরে। তাও বহু আগে রোপন করা ৷ সদ্য লাগানো কোন গাছের চিহৃ এখানে নেই বললেই চলে ৷ অর্থাৎ, এক কথায় পুকুর খোঁড়ার প্রায় ১৬ লাখ (১৫ লক্ষ ৯৪ হাজার ৩৭১ টাকা) পাড় বাঁধাতে বিশেষ ধরণের ঘাস লাগাতে ৮ লক্ষ খরচ। ফলের গাছ লাগানোকে কেন্দ্র করে তিন লক্ষ ছত্রিশ হাজার। মোট ২৭ লক্ষাধিক (২৭ লাখ ৩০ হাজার ৫৮২টাকা) টাকার দুর্নীতির অভিযোগ। প্রতিবাদ করায় স্থানীয় সুপারভাইজার শেখ আজাদকে তো সরিয়ে দিয়েছে গ্রাম পঞ্চায়েত ৷ কিন্তু সাধারণ মানুষের রক্ত জল করা ট্যাক্সের টাকায় ২৭লক্ষ ৩০ হাজার ৫৮২ টাকা ভ্যানিশ। যেমন ভ্যানিশ ফলের গাছ ভ্যাটিভার ঘাস আর মাছ চাষ।

Tags:

MGNREGA

Corruption

TMC Corruption

mgnrega scheme

mgnrega corruption

mahatma gandhi national rural employment guarantee act

nrega scheme

nrega yojana

mgnrega problems

mgnrega aadhar card

mgnrega work

corruption mnrega

alleged corruption

corruption in mgnrega

Corruption in Ruppur GP

Birbhum News

Tree Plantation Corruption

West Bengal Fisheries

corruption in bolpur

#TMC


আরও খবর


ছবিতে খবর