img

Follow us on

Saturday, Jan 18, 2025

5G: ডিজিটাল ভারতের নয়া যুগ, 5G-তে পা

ভারতে আসছে 5G প্রযুক্তি

  2022-06-15 21:27:42

খুব শীঘ্রই ভারতে আসছে ফাইভ-জি। আজই কেন্দ্রীয় মন্ত্রিসভা ফাইভ-জি স্পেকট্রাম নিলামের বিষয়ে ছাড়পত্র দিয়েছে বলে জানিয়েছেন দেশের তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক ট্যুইট বার্তায় তিনি বলেন, খুব দ্রুত ভারত,টেলি কমিউনিকেশনে একটি শক্তিশালী ইকোসিস্টেম পেতে চলেছে। ফোর জি-র থেকে ১০গুণ দ্রুত গতিতে কাজ করবে ফাইভ জি।

তিনি বলেন, দেশের ডিজিট্যাল যোগাযোগ বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা টেলিযোগাযোগ মন্ত্রকের প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রস্তাব অনুমোদনের সঙ্গে সঙ্গে এবার সরকারি আর বেসরকারি সংস্থাগুলির কাছ থেকে ফাইভ-জি পরিষেবা দেওয়ার দরপত্র চাওয়া হবে, সফল দরপত্রদাতাদের জন্য স্পেকট্রাম বরাদ্দ করা হবে। মন্ত্রী বলেন, ফাইভ জি তে পা রাখার সঙ্গে সঙ্গে ভারতীয় টেলিকমে এক নতুন যুগের সুচনা হল।

টুইটে বৈষ্ণব বলেন, "ভারত কা 5জি" বিকাশের একটি অবিচ্ছেদ্য অংশ। মন্ত্রী সুখবর শুনিয়েছেন টেলিকম সেক্টরের ব্যাবসায়ীদেরও।  সফল দরদাতাদের প্রয়োজনীয় ছাড়ও দিচ্ছে সরকার। যাতে তাঁদের পুঁজি বিনিয়োগে কোন অসুবিধা না হয়। কোন সফল দরদাতাকে একই সঙ্গে দরপত্রের যাবতীয় অর্থ দিতে হবে না বরং কুড়িটি বার্ষিক ইনস্টলমেন্টে টাকা মেটালেই হবে। ফলে লগ্নিকারীদের ব্যাঙ্ক গ্যারান্টিরও কোন প্রয়োজন হবে না। বৈষ্ণব বলেন, ২০২১ সালের সেপ্টেম্বরে সরকারের গৃহীত টেলিকম নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই, এবারও 
স্পেকট্রামে শূন্য স্পেকট্রাম ইউসেজ চার্জ বা এসিউসি থাকছে 
অব্যাহত থাকছে প্রাইভেট ক্যাপটিভ নেটওয়ার্কও।

কেন্দ্রীয় সরকারের মতে, ভারতের আটটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ইতিমধ্যে ফাইভ জি টেস্ট বেড সেট আপ তৈরি করে ফেলেছে। ভারতে দেশীয় ফাইভ জি প্রযুক্তি চালু হয়েছে।  মোবাইলের জন্য পিএলআই স্কিম হ্যান্ডসেট, টেলিকম যন্ত্রাংশ প্রযুক্তির বৃদ্ধি ও ইন্ডিয়া সেমি কন্ডাকটর মিশন চালু হয়ে গেলে দেশে টেলি কমিউনিকেশনে একটা শক্তিশালী ইকো সিস্টেম তৈরি হবে। 

Tags:

Modi

5G

5g services

cabinet approves spectrum auction

spectrum auction

telecommunication

new era of communication


আরও খবর


ছবিতে খবর