WhatsApp_Image_2022-06-02_at_802.20_PM
মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল প্রাকৃতিক বিপর্যয়ে শস্য বিমার টাকা দেওয়া হবে কৃষকদের। সময়সীমা পেড়িয়ে গেছে। কিন্তু টাকা পাচ্ছেন না চাষীরা। বহুবার বহুজায়গায় দরবার করেও কোন সুরাহা হয়নি। তাই আজ পথে।
বৃহস্পতিবার সকালে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক ও পুরশুড়া ব্লক কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজারকে ঘেরাও করেন পুরশুড়া ব্লকের কৃষকরা। গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। চলে বিক্ষোভ।
বক্তব্য পরিষ্কার। ফসল বিমার টাকা দিচ্ছেন চাষীরা। প্রাকৃতিক কারণে নষ্ট হয়েছে ফসল। কিন্তু ফসল বিমার টাকা মিলছে না। দাবি অবিলম্বে ফসল বিমার টাকা দিতে হবে কৃষকদের।
সামনেই আলুর সিজন হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চল আলু চাষের ওপর নির্ভরশীল। অনেকেই ব্যাঙ্ক ঋণ নিয়ে সর্বস্বান্ত। বিমার টাকা না পেলে আত্মহত্যা ছাড়া পথ নেই!
হয় সব হারিয়ে একলা আত্মহত্যা নয় সকলের সঙ্গে পথে নেমে আন্দোলন। আরামবাগের কৃষকরা আপাতত বেছে নিয়েছেন দ্বিতীয় পথ। আন্দোলন। আরও বড় আন্দোলন।
মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল। তিনি কি হস্তক্ষেপ করবেন? নাকি বাংলার চাষীদের ঠেলে দেবেন ঋণখেলাপি আত্মহত্যার দিকে?