img

Follow us on

Sunday, Jan 19, 2025

murshidabad: তৃণমূলকে বিশ্বাস করে ভুল করেছি, কেন ভাবছে শেখপাড়া?

চাঁদা তুলে রাস্তা বানাচ্ছে গ্রামবাসীরা

  2022-10-30 16:47:10


ওঁরা কাঁদছে। এই কান্না বিশ্বাসভঙ্গের। এই কান্না আশাহতের। তৃণমূলকে ক্ষমতায় এনেও যখন কাজ হয় না,  দিনের পর দিন শুধু মেলে প্রতিশ্রুতি, তখন এই কান্না আসে। এই কান্না বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাস চুরমার হয়ে যাওয়ার।

দুয়ারে সরকার কাজে আসেনি, দিদিকে বলুন কাজে আসেনি। পঞ্চায়েত প্রধানকে বলুন কাজে আসেনি। তৃণমূলে থেকেও এরা রাস্তা তৈরি করাতে পারেনি। তাই নিজেরাই কোমর বেঁধে নেমে পড়েছে। যে যেমন পেড়েছে, চাঁদা তুলে তৈরি হচ্ছে এক কিলোমিটার পথ।

মুর্শিদাবাদের হরিহরপুর থানা। সেখানে বিশারথগঞ্জের শেখপাড়া। এলাকায় প্রায় আড়াইশো পরিবারের বাস। স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় কিলোমিটার রাস্তার মাত্র ৫০০ মিটার ইটের তৈরি। তাও তৈরি হয়েছিল ১০ বছর আগে। দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলেও কোনও সুরাহা হয়নি।

এতদিন টনক নড়েনি। এখন যখন জেগে উঠেছে গোটা গ্রাম, তখন এলাকায় যাওয়ার কথা বলছে প্রশাসন। এই একটা ছবিই বলে দেয় গোটা বাংলার কথা। বুঝিয়ে দেয়, দুয়ারে সরকার কতটা লোক দেখানো প্রচার। দিদিকে বলুন কতটা ভোট টানার ছল। বাস্তবের সঙ্গে পরিচিত হওয়ার পর কি চোখ খুলবে নবান্নের?

Tags:

TMC Government

Murshidabad

Duare Sarkar

murshidabad news

murshidabad bad road

murshidabad latest news

murshidabad connection

hariharpara

hariharpara news

hariharpara tmc

hariharpara bad road

bisharathgar tmc

no road

villagers make new road

villagers crying

no road at village

helpless villager crying against duare sarkar and tmc government