সরকারি স্কুলে বেহাল দশা, পরিদর্শনে অগ্নিমিত্রা
আসানসোল পুরনিগমের মধ্যে সরকার অনুমোদিত অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এখানে বাথরুম রয়েছে কিন্তু জল নেই। পাখা,আলো রয়েছে। কিন্তু বিদ্যুৎ বিলের টাকা না মেটানোয় তা ব্যবহার করা যায় না। প্রত্যেক ক্লাস রুমে জানলা রয়েছে বড় বড়। কিন্তু অত্যধিক জঙ্গলের জন্য সাপ, পোকা-মাকড় ও মশার উপদ্রবে তা খোলা যায় না। মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে কিন্তু রুটিন অনুযায়ী ছাত্র-ছাত্রীরা তা পায় না। যেমন সময় মত ডিম মেলে না। বর্ষায় ছাদ থেকে জল চুঁইয়ে পড়ে। এরকম একটা স্কুলে হঠাৎ হাজির আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তা নিয়ে হইচই পড়ে যায় নরসোমুদা গ্রাম এলাকায়। সবকিছু নিজের চোখে খতিয়ে দেখে স্কুল কর্তৃপক্ষ তথা জেলা প্রশাসনের দিকে আঙুল তোলেন বিজেপি বিধায়ক। বলেন, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব স্কুল ফান্ডে যে পয়সা আসে তা তাদের পকেটে রেখে দেয়।
স্কুলের অব্যবস্থায় সরব পড়ুয়াদের বাড়ির লোকজনও। স্কুলের প্রধান শিক্ষিকাও জানিয়েছেন যে বারবার বলা সত্বেও স্কুলে জলের ব্যবস্থা হয়নি। অভিযোগ সর্বস্তরে। তবে তা নিয়ে মাথা ঘামাচ্ছে না তৃণমূল। তাদের চিন্তা,