img

Follow us on

Friday, Sep 20, 2024

NVF recruitment Corruption: NVF চাকরিতে ভুয়ো নিয়োগে জীবিতও মৃত ! তৃণমূল জমানায়

WhatsApp_Image_2022-07-17_at_807.39_PM

  2022-07-18 01:51:15

সশরীরে জীবিত। কিন্তু সরকারি খাতায় মৃত। নাম ডালিমকুমার মণ্ডল। বাড়ি পূর্ব মেদিনীপুরের টিকারামপুর। বহাল তবিয়তে এখনও সাইকেল চড়ে দোকান বাজার সব কিছুই করেন। 

এই ডালিমকুমারের 'ডেথ সার্টিফিকেট' দাখিল করে বহাল তবিয়তে এনভিএফে চাকরি করছেন, মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়ার বাসিন্দা অতনু মণ্ডল। "ডাই-ইন-হারনেস" নিয়মে মৃত ডালিমকুমারের ছেলে হিসেবে নিজেকে দাবি করেছে অতনু মণ্ডল। গত ১৪ই জুন রাজ্য সরকারের অসামরিক প্রতিরক্ষা বিভাগের NVF-এর সদর দফতর নদিয়াতে শুরু হয়েছে বিভাগীয় ট্রেনিং।

খবর শুনে হতবাক ডালিমকুমার মণ্ডল। ঘরে তাঁর ছেলে আছেন। বৌমা আছেন। আছে দুই নাতনিও। ভির্মি খাওয়ার দশা তাঁদেরও। অবসরের পর ছেলে অনুপকুমার মণ্ডলের চাকরির জন্য NVF বড় কর্তাদের দরজায় দরজায় ঘুরেছিলেন ডালিমকুমার। ছেলের চাকরি হয়নি। এখন তারই ডেথ সার্টিফিকেট জমা দিয়ে চাকরি করছে মেদিনীপুর শহরের অতনু মণ্ডল।

এমনকি,অবসরকালীন সুবিধা মেলেনি আজও। ২৪ বছর আগে অবসর নিয়েছেন তিনি। বার বার দ্বারস্থ হয়েছেন জেলা প্রশাসনের। আজও অবসরকালীন ভাতা মেলেনি, বলে অভিযোগ। তার ওপর তাকেই মৃত বানিয়ে 'ভুয়ো' নিয়োগ।

একসময় নন্দকুমার থানার অধীনে রাজ্য সরকারের ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সে কর্মরত ছিলেন তিনি। তাঁর রেজিমেন্টাল নম্বর ছিলো ০৬২৬৫৩। ১৯৯৯ সালে ৫৫বছর পূর্ণ করে পূর্ব মেদিনীপুর জেলা থেকে অবসর নেন তিনি।

মেদিনীপুর শহরে তাঁতিগেড়িয়ায় প্রতারক অতনু মণ্ডলের বাড়িতে তখন আরেক কাণ্ড! আমাদের সাংবাদিকের প্রশ্ন ছিল, অতনু মণ্ডলের বাবার নাম কি ডালিম মণ্ডল?অতনুর পরিবারের দাবি, যিনি গোবিন্দ তিনিই ডালিম! বুঝুন কাণ্ড! ২০১৯-র ভোটার লিস্টে অতনুর বাবার নাম ছিল প্রয়াত গোবিন্দ মণ্ডল। ১৯৯৯ সালে সেই গোবিন্দ মণ্ডল মারা গেছেন। মৃত মানুষের নাম বদল ২০১৯এর পরে কী করে হয়?
  
পশ্চিম মেদিনীপুরে এনভিএফ অফিস অবশ্য পুরো দায় চাপিয়েছে পুলিশ ভেরিফিকেশনের ওপর। সব দোষ ডিআইবি-র। তারাই যাবতীয় খোঁজ খবর করেছে।

গোটা ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

পুলিশি তদন্ত ভরসা রাখা নয়, সিবিআই তদন্তের দাবি জানিয়েছে ডালিমকুমারের পরিবার।

একদিকে যখন প্রাইমারি, টেট নিয়োগ নিয়ে রাজ্য যখন উত্তাল! ৪২হাজার শিক্ষকের চাকরি যখন কলকাতা হাইকোর্টের আতশকাঁচের নীচে। ঠিক সেই সময় NVF নিয়োগে দুর্নীতি রাজ্য সরকারকে বেশ কয়েক কদম ব্যাকফুটে ঠেলে দিল ফের।

 

 

 

Tags:

Mamata Banerjee

Suvendu Adhikari

Dilip Ghosh

bangla news

Bengali news

threat

TMC Threat

Bardhaman

bangla news live

Burdwan

burdwan municipality

MLA Khokon Das

Businessman

TMC MLA Threat

MLA Burdwan South

Chief Minister of West Bengal

Member of the Lok Sabha

Bengali News Live threats

tmc mla issues an open threat

threat comment

tmc leader threat to police

threatens

threatened

businessman threat

businessman murder threat

death threats

tmc leader threats

threts to nupur sharma

business

breaking news


আরও খবর


ছবিতে খবর