নতুন ডিএমইউ ট্রেন চালু, রাধিকাপুর থেকে তেলটা ( নিজস্ব ছবি)
এক ট্রেনে তেইশটা দূরপাল্লার ট্রেন ধরার সুযোগ। এতদিনে স্বপ্নপূরণ। চালু হল, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর থেকে তেলটা পর্যন্ত একটা সংযোগকারী ট্রেন। ইএমউ না হলেও আপাতত ডিএমইউ। রাধিকাপুর স্টেশন থেকে যাবে বিহারের তেলটা পর্যন্ত। প্রায় ৮০ কিলোমিটারের দূরত্ব পেরবে ২ ঘন্টা ০৫ মিনিটে। উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধূরী, কাটিহারের সাংসদ দুলাল গোস্বামী, ডিআরএম এস কে চৌধুরী, রায়গঞ্জ চেম্বার ওফ কমার্সের প্রতিনিধি, কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান সহ রেলের আধিকারিকেরা।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ দেবশ্রী চৌধুরী জানান, উত্তর দিনাজপুর থেকে দিল্লী সরাসরি ট্রেন চালু করার হবে খুব শীঘ্রই। আপাতত দুটি ডিএমইউ চলবে এই লাইনে। ট্রেন চালু হওয়ায় খুশি জেলার মানুষেরা।