img

Follow us on

Saturday, Jan 18, 2025

Police : পুলিশ তুমি কার?

পুলিশ তুমি কার?

  2022-12-09 17:35:55

পুলিশ তুমি কার? এই প্রশ্ন অনেকদিনের। তবে পরপর বেশ কয়েকটি ঘটনা ফের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে পুলিশ তথা পুলিশ মন্ত্রীকে। অভিযোগ এসেছে একেবারে উচ্চস্তর থেকে। একজন গায়ক। অন্যজন অভিনেতা। ভোরবেলা বিমানবন্দর যাওয়ার পথে টাকা চেয়ে কীভাবে হেনস্থা করেছে পুলিশ, সেই অভিযোগ এনেছেন গায়ক রশিদ খানের স্ত্রী। অন্যদিকে, নিমতায় পুলিশের ভূমিকায় সরব হয়েছেন অভিনেতা জিতু কমলের স্ত্রী। থানা চত্বরের মধ্যেই তাঁদের খুনের হুমকি দেওয়া হয়। বারবার বলা সত্বেও পুলিশ প্রথমে নিষ্ক্রিয় থাকায় ফেসবুকে তাঁদের সমস্যার কথা তুলে ধরেন জিতুর স্ত্রী।  পরে এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এমন ঘটনা বারবার ঘটছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মাত্রই জানেন, বাংলায় পুলিশ রাজ কীভাবে চলছে। সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে এই রাজ্যে। সেলিব্রিটিরা পরপর এই ঘটনা সামনে আনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। পুলিশের উচ্চস্তর থেকে ক্ষমা চাওয়া হচ্ছে। ঘটনা হচ্ছে, তাঁরা যতই ক্ষমা চান, এই পরিস্থিতির কি বদল হবে? অনেক পুলিশ কর্মীই সৎভাবে কাজ করতে চান, কিন্তু সিস্টেমে পড়ে তাঁরাই ভক্ষক হয়ে ওঠেন। শিল্পীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই ঘটনায় গোটা পশ্চিমবঙ্গের লজ্জা বলে ধিক্কার জানিয়েছেন তিন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যের পুলিশ এখন মমতা পুলিশ। পিসি আর ভাইপোর কাজেই ব্যস্ত তারা। অন্যদের নিয়ে তাদের ভাবার সময় কোথায়?

এখন প্রশ্ন, তাহলে উপায় কী? মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী। তিনি কি এই পরিস্থিতি বদলানোর জন্য আদৌ কিছু করবেন? নাকি শুধু প্রতিক্রিয়া দিয়ে যাবেন। শহরবাসী দেখেছে বৃহষ্পতিবার কীভাবে নিয়ন্ত্রণহীন ভাবে দুটি গাড়ি জনবহুল রাস্তায় ধাক্কা দিয়েছে। চিংড়িঘাটায় গাড়ির গতি এতই বেশি ছিল যে হিন্দি ছবির কায়দায় সেটি লাফিয়ে চাপা দিয়েছে অন্য গাড়িকে। তারাতলায় প্রাণ গেছে এক সিভিক পুলিশের। ফলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিরোধী নেতার অভিযোগ। যে কোনও অপরাধকেই অঙ্কুরে বিনাশ না করলে, পরে তা বিকট আকার ধারণ করতে পারে। বাংলায় এখন সেই অবস্থা। মানুষ চায় পরিত্রাণ। কোন পথে সেই সুদিন আসবে, সেই উত্তরই অধরা।

Tags:

 

bjp

Mamata Banerjee

West Bengal police

Suvendu Adhikari

Sukanta Majumdar

kolkata police

WB CM

police

WB Police

police brutality

Road Accident

harassment

Ustad Rashid Khan

jeetu kamal

actor jeetu kamal

police harassment

police misconduct

rashid khan

threat in front of police

chingrighata

chingrighata accident

taratala

taratala accident

civic police

padma shri awardee Rashid Khan


আরও খবর


ছবিতে খবর