img

Follow us on

Saturday, Jan 18, 2025

Bolpur : প্রয়াত পদ্মশ্রী খ্যাত ১ টাকার ডাক্তার

WhatsApp_Image_2022-07-26_at_902.38_PM

  2022-07-26 21:12:09

ঘরে আগের মতোই সবকিছু ঠিকঠাক আছে। শুধু নেই তিনি। শূন্য চেয়ার। শূন্য বিছানা। চারপাশ জুড়েই এখন শুধু শূন্যতা। চলে গেলেন পদ্মশ্রী প্রাপ্ত ডাক্তার বোলপুরের সুশোভন বন্দ্যোপাধ্যায়। তিনি এক টাকার ডাক্তার হিসেবেই সর্বত্র পরিচিত ছিলেন। তাঁর চিকিৎসার খ্যাতি ছড়িয়ে পড়েছিল বোলপুর থেকে সারা দেশেই। গত বছরই তাঁকে দেওয়া হয় পদ্মশ্রী সম্মান। দীর্ঘ ৫৭ বছর তিনি মাত্র ১টাকা ফি নিয়ে চিকিৎসা করে গেছেন। দীর্ঘ দিন রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর কর্মসমিতির কমিটির সদস্য ছিলেন।  আজ তিনি সকলকে ছেড়ে চলে গেলেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  
 
বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা সুশোভনবাবু এলাকায় 'এক টাকার ডাক্তার' হিসেবেই জনপ্রিয় ছিলেন। নিজের বাড়ির চেম্বারেই রোগী দেখতেন। MBBS পাশ করে ক্লিনিকাল প্যাথলজিতে ডিপ্লোমা করেন। দীর্ঘদিন ধরে বহু বিশিষ্ট ব্যক্তির চিকিৎসা করে এসেছিলেন সুশোভনবাবু ৷ যাঁদের মধ্যে অন্যতম ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতী সর্বোচ্চ নীতিনির্ধারক কর্মসমিতির কমিটির সদস্য ছিলেন তিনি ৷ প্রান্তিক মানুষকে মাত্র ১ টাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ২০২১ সালের ৮ই নভেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে 'পদ্মশ্রী' সম্মান তুলে দেন।

বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি ৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর প্রয়াণে শোকাহত বোলপুর-শান্তিনিকেতন এলাকার মানুষ সহ সকলেই। তাঁরা আজ তাঁদের প্রিয় ডাক্তারবাবুকে হারিয়েছেন। তাই এলাকা জুড়ে শোকের ছায়া। মাত্র এক টাকা দিয়ে তাঁর হাত ধরে সুস্থ হয়েছেন হাজার হাজার মানুষ৷ এলাকার বাসিন্দাদের পাশাপাশি তাঁর প্রয়াণে শোক জানিয়েছে বিভিন্ন মহল। মৃ্ত্যুর খবরে ট্যুইট করেছেন খোদ প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় সর্বশ্রেষ্ঠ মানবাত্মার প্রতীক। অসংখ্য মানুষের রোগ উপশমকারী একজন দয়ালু ও উদারহৃদয় চিকিৎসক হিসেবেই  তিনি স্মরণীয় হয়ে থাকবেন । পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানের সময় তাঁর সঙ্গে মতবিনিময়ের কথা আমার আজও মনে আছে । তাঁর প্রয়াণে আমি ব্যথিত। সেই ছবিও ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী। টুইট করে শোকপ্রকাশ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। 

 কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী এক শোক বার্তায় জানিয়েছেন, 'পদ্মশ্রী' ডা. সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোকাহত। বাংলার রাজনীতিতে তিনি ছিলেন  অপাপবিদ্ধ এক চরিত্র। রাজনীতি এবং মানবসেবা তাঁর কাছে ছিল অভিন্ন। চিকিৎসক ডা. সুশোভন বন্দ্যোপাধ্যায়ের  কাছে চিকিৎসার অর্থ ছিলো নিরলস-প্রচারবিহীন সেবা এবং সেবা। বোলপুরের 'এক টাকার ' এই ডাক্তারবাবু তাঁর জীবনের ষোল আনাই নিয়োজিত করে গেলেন মানব সমাজের জন্য। এভাবেই সকলের স্মরণে বারবার ফিরে আসছেন বোলপুরের এক টাকার ডাক্তার। তাঁর কাজই তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।   
 

 

Tags:

Bolpur

Padmasri

ak takar doctor demise

bolpur ak takar doctor death

Dr. Sushovan Bandyopadhyay death

doctor

padmashree winner doctor

one rupee doctor

padma sree award winner of bolpur

free doctor in bolpur

1rupee doctor

bolpur news

doctor of poor

ak takar doctor

ek takar doctor

one rupee doctor get padma shri award

padmasree winner

1 rupee doctor

padmashree

free doctor in west bengal

proud of bolpur

heart of bolpur

social worker of bolpur


আরও খবর


ছবিতে খবর