আম-কাঁঠাল কাটছে ঘাসফুলের জমি, তাই কি হামলা তৃণমূলের?
নির্দল হয়ে দাঁড়ানোই কাল হল। দফায় দফায় সংঘটিত হামলা চলল নদিয়ায়। হামলা চালাল শাসক দলের বাহিনী। অভিযোগ সঙ্গে ছিল তৃণমূল প্রার্থীরাও। রাতের অন্ধকারে। যাতে গোপন থাকে পরিচয়। আর দিনের আলো ফুটলেই যাতে অনায়াসে অস্বীকার করা যায় নির্দলের গোষ্ঠী দ্বন্দ্ব বা বিরোধীদের হামলা বলে। এই ছবি নদিয়ার হবিবপুর পঞ্চায়েতের কলাবাগান এলাকার। যাদের ওপর আক্রমণ হয়েছে, তাঁরা মনোনয়নের আগের দিন পর্যন্ত ছিলেন, হবিবপুর এলাকায় তৃণমূল দলের এক একজন স্তম্ভ। একজন বিদায়ী পঞ্চায়েতের প্রধান, নাম গোপাল ঘোষ। এই গোপাল ঘোষ এর আগে তিন-তিনবার হবিবপুর পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য ছিলেন। অন্য জন বিদায়ী পঞ্চায়েতের সদস্য, নাম লক্ষ্মণ ঘোষ। গোপাল লক্ষণের বাবা সুশান্ত ঘোষের হাত ধরেই হবিবপুরে গড়ে উঠেছিল তৃণমূলের সংগঠন। এবার তৃণমূল টিকিট দেয়নি, সেকারণেই নির্দল হয়ে আম-কাঁঠাল প্রতীক নিয়ে নেমেছেন নির্বাচনে।
Tags:
Madhyom
tmc
bangla news
Bengali news
Nadia
Panchayat Election
attack
west bengal panchayet election 2023
panchayat election 2023
west bengal panchayat election 2023
panchayat election 2023 news
bangla panchayat election 2023
wb panchayat election 2023
symbols
independents
Mango and jackfruit
jackfruit symbols
Mango symbols
cutting land
land cutting
cutting land of tmc
attack on
independent candidates
tmc attacks independents
tmc attack on independent candidates