পার্থ-অর্পিতার কটা ফ্ল্যাট জানেন?
পার্থ-অর্পিতার নামে কটা ফ্ল্যাট আছে জানেন? আদালতে ইডি জানিয়েছে, এখনও পর্যন্ত তাঁদের নামে ৯টি ফ্ল্যাট উদ্ধার হয়েছে। দুজনের নামে আরও ফ্ল্যাটের হদিশ পাওয়া যাবে মনে করছে গোয়েন্দারা। এব্যাপারে গুরুত্বপূর্ণ হদিশ মিলেছে শান্তিনিকেতনে। বুধবার থেকে সেখানে তল্লাশি চালাচ্ছে ইডি। মিলেছে বেশ কিছু নথি। খোঁজ মিলেছে, অপা ইউটিলিটি সার্ভিস নামে এক সংস্থার। এটি পার্থ ও অর্পিতার নামে যৌথ সংস্থা। দুজনের ৫০ শতাংশ করে শেয়ার আছে এই সংস্থায়। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে ইডির তদন্তে। অপা সংস্থায় উদ্ধার হয়েছে ফ্ল্যাটের দলিলও। খুব শীঘ্রই আরও অন্তত চারটি ফ্ল্যাটের হদিশ মিলবে মনে করছে গোয়েন্দারা। উদ্ধার হওয়া নথি থেকে জানা গেছে, অপা ইউটিলিটি সারভিস নামে যে সংস্থা গড়ে তুলেছিলেন পার্থ ও অর্পিতা, তাদের নামে রয়েছে অনেক সম্পত্তি। উদ্ধার হওয়া বিপুল টাকার উৎস খুঁজতে অভিযুক্তদের ফের হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি।
বুধবার সকালে ৬টি গাড়ি নিয়ে ইডি হানা দেয় শান্তিনিকেতনের প্রান্তিকে। সাড়ে সাতঘণ্টা ধরে সেখানে অর্পিতার বাড়িতে অভিযান চলে। প্রান্তিকের পাশাপাশি সোনাঝুরিতে দুটি বাড়িতেও নজরদারি চালায় গোয়েন্দারা। ওই দুটি বাড়িতেও যেতে দেখা যেত পার্থ-অর্পিতাকে। ফলে শান্তিনিকেতনে অর্পিতা বকলমে পার্থর ঠিক কটি বাড়ি আছে, তাই খুঁজে বের করার চেষ্টা করছে ইডি। অপা ইউটিলিটি সার্ভিসেসের খোঁজ মেলায় উঠে আসছে একের পর এক তথ্য। ইডি সূত্রে খবর, ২০১২সালে ১ নভেম্বর খোলা হয়েছিল অপা ইউটিলিটি সার্ভিসেস। এই সংস্থার মাধ্যমে রিয়েল এস্টেট সংস্থাতেও পার্থ-অর্পিতা জুটি টাকা বিনিয়োগ করেছিল কিনা সেই খোঁজ চলছে। জানা যাচ্ছে, অর্পিতার নামে ৩১টি জীবনবিমা করা আছে, তার সবকটিতেই নমিনি পার্থ চট্টোপাধ্যায়। ফলে যৌথভাবে সংস্থা তৈরি থেকে জীবনবিমার সার্টিফিকেট, ইডির তদন্তে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য।
Tags:
Partha Chatterjee
ssc scam
madhyom bangla
partha chatterjee news
arpita mukherjee ed raid
50 crore cash arpita mukherjee
arpita mukherjee partha chatterjee
Apa Utility services
APA Partha Arpita
apa shantiniketan
ed raid apa
apa ed raid
partha chatterjee latest news
Partha Arpita flat
ed partha chatterjee
partha chatterjee arpita mukherjee
wb teacher recruitment scam
arpita mukherjee news