১৪ দিনের জেল, প্রেসিডেন্সিতে পার্থ আলিপুরে অর্পিতা
শুক্রবারই শেষ হল পার্থ অর্পিতার ইডি হেফাজত। ইডির বিশেষ আদালতে পেশ করার পর পার্থ অর্পিতাকে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হল। আগামী ১৮ অগাস্ট ফের তাঁদের পেশ করা হবে আদালতে। ১২ দিনের পর আরও দু'দিনের ইডি হেফাজত দিয়েছিল আদালত। সেই হেফাজত আরও বাড়ানোর আবেদন না করে, ইডির পক্ষ থেকে জেল হেফাজত চাওয়া হয়।
ইডি সূত্রে যতটুকু জানা যাচ্ছে, তা হল এই মুহূর্তে ইডির হাতে শান্তিনিকেতনের একাধিক বাড়ি। অর্পিতার নামে ৩১টা জীবন বিমা, যার সবকটারই নমিনি পার্থ চট্টোপাধ্যায়ের নামে। এছাড়াও অ-পা কোম্পানির ৫০-৫০ অংশীদারি দুজনের। সঙ্গে রয়েছে, কোভিড চলাকালীন, পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য ও তার আত্মীয়ের হঠাত করে দুই অনামি কোম্পানির ডিরেক্টর বনে যাওয়ার নথি।
ইডির বিশ্বাস, এই অনামি কোম্পানিগুলির হাত ঘুরেই চাকরি বিক্রির বিপুল পরিমাণ টাকা অন্যত্র বিনিয়োগ হয়েছে। শুধু শিক্ষক নিয়োগের চাকরি বিক্রি নয়, এবার উৎসশ্রী প্রকল্পে, শিক্ষক বদলিতেও বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে। ইডির নজর তার দিকেও। ইডির দাবি সেখানেও বিপুল পরিমাণ অর্থের হাতবদল হয়েছে।
একইভাবে কোমর বেঁধেছিলেন পার্থর আইনজীবীরাও। জেল হেফাজতের বিরোধিতা করেই জামিনের আবেদন করেন তাঁরা। পার্থ-অর্পিতার আইনজীবীদের দাবি, দুজনের বাড়ীই কলকাতায়। পালানোর কোনও সুযোগ নেই কারও। আর এখনও পর্যন্ত এডি যা যা দাবি করেছে আদালতে, তার যাবতীয় অনুসন্ধান রিপোর্ট পেশ করতে হবে আদালতে। দুপক্ষের সওয়াল শোনার পর বিচারক ১৪ দিনের জেল হেফাজত মঞ্জুর করেন। অর্পিতা থাকবেন আলিপুরে মহিলা সংশোধনাগারে। পার্থকে রাখা হবে প্রেসিডেন্সি জেলে।
তার আগে আজ শুক্রবার জোকা ইএআই-এ নিয়ে আসা হয় পার্থ আর অর্পিতাকে। দেখা যায়, হুইল চেয়ারে হাত মুখের সামনে জোড়া করে বসে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। হয়তো আজ তার কোনও কথা বলার ছিল না পার্থর। মুখে কুলুপ অর্পিতারও। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন যা বলারই ইডিকেই জানিয়েছি। পার্থ চট্টোপাধ্যায়ের তাঁর কোনও বিশেষ সম্পর্ক নেই। জানিয়ে দেন অর্পিতা।
জোকা ইএসআই হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতাকে ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যান ইডির অফিসাররা। ঠিক সেই সময় ইএসআই হাসপাতাল এমার্জেন্সির সামনে দাঁড়িয়ে থাকা রোগী ও তাঁদের আত্মীয়রা ছুড়ে দেন কটাক্ষ। নিয়োগ দুর্নীতি নিয়ে মানুষের ক্ষোভ যে বাড়ছে তা বলাই বাহুল্য।
Tags:
Partha Chatterjee
Teacher Recruitment scam
ssc scam
Arpita Mukherjee
partha chatterjee news
partha chatterjee on ssc
partha chatterjee latest
arpita mukherjee news
arpita mukherjee ed
Partha jail
Arpita jail
Partha Presidency jail
Arpita Alipur jail
Partha Arpita
Partha jail castody
Arpita Jail castody
partha chatterjee ed
Partha latest
Arpita Latest