img

Follow us on

Saturday, Jan 18, 2025

Partha: বিশ্ববিদ্যালয়ে ফিরে এলেন মোনালিসা, কী বললেন?

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী মোনালিসা ফিরলেন বিশ্ববিদ্যালয়ে

  2022-08-24 19:57:51

ফিরে এলেন মোনালিসা। মোনালিসা দাস। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা ও বিভাগীয় প্রধান। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর পার্থ-ঘনিষ্ঠ বলে দ্বিতীয় যে নাম সামনে এসেছিল তিনি হলেন মোনালিসা দাস। ঘটনার এক মাস দশ দিন পর হঠাতই মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে হাজির বাংলা বিভাগীয় প্রধান মোনালিসা দাস। 

গত ২৩ জুলাই দ্বিতীয়বার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগীয় প্রধান মোনালিসা দাসের নাম প্রকাশ্যে আসে। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে। অর্পিতার মত মোনালিসাও মন্ত্রী ঘনিষ্ঠ। ইডির দাবি, বোলপুরের বাগানবাড়িটি পার্থ-মোনালিসার যৌথ সম্পত্তি। দেখভাল করতেন মোনালিসা। একটি জল্পনা শুরু হয়, ইডি-রাডারে অর্পিতার পর কি এবার মোনালিসা? এরপরই আচমকা বিশ্ববিদ্যালয়ে আসা বন্ধ করে দেন অধ্যাপিকা।

যাতায়াতের সুবিধার জন্য, আসানসোলের গড়াই রোডের ভাড়া বাড়িতে থাকতেন মোনালিসা দাস। বোলপুর কলকাতায় তাঁর নিজস্ব বাড়ি। সে সময় গড়াই রোডেও তাঁকে পাওয়া যায়নি। বাড়ির মালিক জানিয়েছিলেন ম্যাডাম, ১০ জুলাই শেষবার এসেছিলেন। তারপর থেকে তিনি আর এই বাড়িতে আসেননি। ১ মাস ১০ দিন পর, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন মোনালিসা। অন্যান্য সময়ে সাদা চার চাকায় ফিরলেও। মঙ্গলবার ছিলেন পরিচিত টোটতে। রাজি হননি কথা বলতে।  আসানসোলের বাড়ির সামনে নিমরাজি হন। জানান তিনি অর্পিতাকে চেনেন না!

জবাব বিতর্কিত অধ্যাপিকার। কিন্তু যে প্রশ্নের উত্তর তিনি দিলেন না, বা চুপ করে থাকলেন অথবা এড়িয়ে গেলেন তা হল মোনালিসার বাংলাদেশ যোগাযোগ। ২০১৪ সালে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা হিসেবে যোগ দিয়েছিলেন। সে সময় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অল্প সময়ের মধ্যে তিনি বিভাগ প্রধানের চেয়ারে বসেন। প্রশ্ন ওঠে, এত অল্প সময়ে এই উত্থান কি করে হয়? তখনই প্রথমবার সংবাদ মাধ্যমে নাম আসে মোনালিসা দাসের। তবে কি শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়ের অঙ্গুলিহেলনেই পদোন্নতি? 

মোনালিসার সম্পত্তির উৎস নিয়েও ধোঁয়াশা রয়েছে যথেষ্ট। ইডি সূত্রে খবর মোট ১০ টি ফ্ল্যাটের মালকিন এই অধ্যাপক। শান্তিনিকেতন, নদিয়ায় বাড়ি ছাড়াও একাধিক জায়গায় তাঁর নামে ফ্ল্যাট রয়েছে। শোনা যায়, এই সবই আসলে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তিনিই মোনালিসা দাসকে সেসব ফ্ল্যাট দেখভালের দায়িত্ব দিয়েছিলেন। প্রতিবেশীদের বক্তব্য মাসে দু থেকে তিনবার আসানসোলের বাড়িতে আসতেন। সাদা গাড়িতে আসতেন। আবার চলেও যেতেন।  

সম্প্রতি, ২৯-৩০ জুলাই, বিশ্ববিদ্যালয়ের ফাস্ট ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তার তালিকা থেকে বাদ দেওয়া হয় খোদ বিভাগীয় প্রধানের নাম। নতুন করে ছাপানো হয় কার্ড। বক্তা পরিচিতির বুকলেট। মোনালিসার দাবী পারিবারিক কাজ আর অসুস্থতার জন্য নিজেই বাদ দিতে বলেছিলেন নাম। কিন্তু গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ আঁটেন ভিসি রেজিস্টার সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

অনেকেরই দাবী, অনুব্রতর ঘটনার জেরে এখন কিছুটা পিছিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের এপিসোড। সেই কারণেই কি ভরসা করে বিশ্ববিদ্যালয়ে এলেন মোনালিসা। 

Tags:

Partha Chatterjee

Teacher Recruitment

partha chatterjee news

partha chatterjee on ssc

partha chatterjee latest news

education minister partha chatterjee

Recruitment scam

bengal teacher recruitment scam

teacher recruitment scam in west bengal

recruitment scam in west bengal

school recruitment scam

teacher recruitment in west bengal

ssc teacher recruitment scam

teacher recruitment 2022

partha chatterjee monalisa das

monalisa das

monalisa das partha chatterjee

partha chatterjee and monalisa das

arpita mukherjee and monalisa das

partha chatterjee and arpita mukherjee

arpita mukhopadhyay partha chatterjee

  teacher recruitment scam

bengal teacher recruitment

teacher recruitment in wb

teacher recruitment board

teacher recruitment scam bengal

teachers recru

govt teacher recruitment 2022


আরও খবর


ছবিতে খবর