img

Follow us on

Sunday, Jan 19, 2025

Partha Chatterjee: জুতোর পর মল ভরতি মগ, পার্থর কপালে আর কী?

জুতোর পর মল ভরতি মগ, পার্থর কপালে আর কী?

  2023-02-24 20:43:16

জুতো খেয়েছিলেন আগেই। এবার উড়ে এল মল ভর্তি মগ। আর তাতেই বেসামাল হয়ে উল্টে পড়ে গেলেন শিক্ষা দুর্নীতি কাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee injured)। উল্টে পড়তেই ফেটে যায় ঠোঁট। আঘাত লাগে বুকে ও মুখে। প্রাক্তন মন্ত্রীকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দেওয়া হয় টিটেনাস। তবে ঘটনার কদিন পর আপাতত সুস্থই আছেন পার্থ। কিন্তু কী এমন ঘটল যাতে উল্টে চিৎপটাং অবস্থা পার্থর? জানা যাচ্ছে, শনিবার বিকেলে প্রেসিডেন্সি জেলের লকআপে বন্দিদের ঢোকাচ্ছিলেন পুলিশকর্মীরা। পার্থকেও সেলে ঢুকে যেতে বলা হয়। কিন্তু তিনি আর একটু ঘোরাঘুরি করতে চান। পার্থ ছিলেন ২ নম্বর সেলে। ওই সংশোধনাগারেই ৭ নম্বর সেলে রাখা হয়েছিল আইএসআই জঙ্গি মুসাকে। সব বন্দিদেরই যখন ঢুকে যেতে বলা হচ্ছে, তখন পার্থ কেন বাইরে ঘোরাঘুরি করবে, তা নিয়ে রেগে যায় মুসা। শুরু হয় কথা কাটাকাটি। প্রাক্তন মন্ত্রী বলে কি বাড়তি সুবিধা? এই বলে গালাগাল দিতে শুরু করে মুসা। তারপর নিজের সেলে গিয়ে মল ভর্তি মগ নিয়ে ছুঁড়ে দেয় পার্থর দিকে। মুসা মগেই মলত্যাগ করে বলে জানিয়েছে কারারক্ষীরা। রেগে গিয়ে আগেও সে এমন ঘটনা ঘটিয়েছে। মল ভর্তি মগ নিয়ে মুসাকে তেড়ে আসতে দেখে পালাতে চান পার্থ। কিন্তু ভারী শরীর নিয়ে উল্টে পড়েন। তারপরই শরীরে চোট লাগে।

শুধু মুসা কাণ্ডই নয়, জেলে পার্থ যে দিনদিনই নাস্তানাবুদ হয়ে যাচ্ছেন, তা জানিয়েছে রক্ষীরা। কয়েকজন ছিঁচকে চোর প্রাক্তন মন্ত্রীকে দেখে মোটকা দা টুকি, মোটকা দা টুকি বলে টিপ্পণি কাটছে। সামান্য ছিঁচকে চোরের কাছ থেকে এমন টিটকিরি ভেসে আসায় রীতিমতো গম্ভীর হয়ে গেছেন পার্থ। কারুর সঙ্গে কথাই বলছেন না। 
পার্থর খবর কানে আসতে উদ্বেগে আছেন বান্ধবী অর্পিতাও। তিনি আছেন আলিপুর মহিলা সংশোধনাগারে। তবে তাঁর কানেও ভেসে এসেছে প্রেসিডেন্সি জেলের কথা। পার্থর পড়ে যাওয়ার খবর আসার পর থেকেই উদ্বেগে আছেন তিনি। খালি পায়চারি করছেন। ভালো করে খাচ্ছেনও না। ফলে দুই বন্দিকে নিয়েই চিন্তায় কারারক্ষীরা। একসময় পার্থ কিছু খেতে চাইতেন না। তখন অর্পিতার অনুরোধেই খেতে শুরু করেন তিনি। কিন্তু এখন কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে কথা চালাচালি করছেন তাঁরা। যা নিয়ে জেলের মধ্যে শুরু হয়েছে মুখ টিপে হাসি। শিক্ষা দুর্নীতি কাণ্ডে রাশি রাশি টাকা উদ্ধারের পরই গ্রেফতার হন পার্থ। তাঁকে রাখা হয় প্রেসিডেন্সি জেলে। শুতে হচ্ছিল মেঝেতেই। তবে কষ্টের কথা জানানোয় কারা কর্তৃপক্ষ তাঁকে কম্বল দেয়। পরে চিকিৎসকদের অনুরোধে বরাদ্দ হয় খাট। একে একে বরাদ্দ হতেই আবদার করেন মাংস খাওয়ার। চান করানোর জন্য লোকও চান। যা নিয়ে বিদ্রুপ করতে ছাড়েননি বিরোধীরা। তবে দিনে দিনে বন্দিদের মনেই পার্থকে নিয়ে এতটা ঘৃণার সৃষ্টি হবে, তা বোধহয় কেউ কল্পনাই করেননি। এবার ঘটল তাই। একসময় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এক মহিলা তাঁকে দেখে জুতো ছুঁড়ে মেরেছিলেন। এবার এক কুখ্যাত বন্দি তাঁর দিকে ছুঁড়ে দিল মল ভর্তি মগ। এরপর পার্থর কপালে কী আছে, তা নিয়েই আলোচনায় মজে বঙ্গবাসী।

 

 

Tags:

Partha Chatterjee

partha chatterjee news

partha chatterjee on ssc

partha chatterjee latest news

partha chatterjee latest

partha chatterjee tmc

partha chatterjee news update

Arpita partha chatterjee

partha chatterjee injured

partha chatterjee ex minister

partha chaterjee arpita mukherjee

partha chatterjee fall in jail

partha attacked in jail by musa

prisoner attacked partha

partha injured in presidency jail


আরও খবর


ছবিতে খবর