পার্থ না মমতা, রাজ্যের শিক্ষা ১০০ বছর পিছলো কে?
জনতার জুতো খেয়েছিলেন আগেই। এবার আদালতের মধ্যেই তাঁকে কুখ্যাত বলে উল্লেখ করল ইডি। পার্থর জামিন প্রশ্নে আদালতে এদিন ইডির আইনজীবী বলেন, বাংলার শিক্ষাকে ১০০ বছর এগিয়ে দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর ১০০ বছর পিছিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিজের অ্যারেস্ট মেমোতে মুখ্যমন্ত্রীর নাম দিয়ে পার্থ বুঝিয়ে দিয়েছিলেন, কতটা প্রভাবশালী তিনি। আদালতে সওয়াল জবাবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর অবস্থান স্পষ্ট। তবে জনতার দরবারে আগেই তিনি কুখ্যাত হয়ে গেছেন। ইডি আদালতে জানিয়েছে,১০ লক্ষ টাকার বিনিময়ে পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে চাকরি কিনতেন কুন্তল। মানে হাজার হাজার শিক্ষিত বেকার যুবকের স্বপ্নকে দিনের পর দিন চক্রান্ত করে পিষে দিয়ে গেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। বান্ধবীকে নিয়ে বিদেশ সফরে যাওয়ার প্রমাণও পেশ করেছে ইডি। ফলে একদিকে চূড়ান্ত ভোগবিলাস, অন্যদিকে শিক্ষার সর্বনাশ। দু হাতে যেন দুর্নীতির সব্যসাচী হয়ে দাঁড়িয়ে ছিলেন পার্থ। তাঁর এই ছবি সামনে আসার পর তাই গ্রামের এক গরিব মহিলা তাঁর দিকে জুতো ছুঁড়ে তীব্র ধিক্কার উগরে দেন।
আদালতে পার্থর আইনজীবীর যুক্তি, এটা দলবদ্ধ অপরাধ বলা হচ্ছে। অথচ ওঁকে একা জেল হেফাজতে রাখা হচ্ছে। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই যুক্তি দেখিয়ে পার্থর জামিন চান তিনি। কিন্তু তা নাকচ করে দিয়েছে আদালত। কারাগারের অন্ধকারেই এখন থাকতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। যিনি মমতা মন্ত্রিসভায় কার্যত দু নম্বর আসন লাভ করেছিলেন। আর পার্থর সেই অবস্থাকে মনে রেখেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পরিস্থিতির জন্য দায় ঠেলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে। বাংলার শিক্ষা যদি কেউ একশ বছর পিছিয়ে দিয়ে থাকে, তা মমতা বন্দ্যোপাধ্যায় বলে উল্লেখ করেছেন তিনি।
দায় যে শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না, তা সবচেয়ে ভালো জানে জনতা জনার্দন। বিরোধীদের দাবি, কেলেঙ্কারির ৭৫ ভাগ টাকা পৌঁছেছে কালীঘাটে। দায় নেওয়া দূরে থাক, এমন কাণ্ড তাঁর গোচরেই ছিল না বলে বারবার কেলেঙ্কারি ধামাচাপা দিতে চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যদিও আদালতের রায়ে এরমধ্যেই চাকরি গেছে কয়েক হাজার জনের। শিক্ষা কেলেঙ্কারির নগ্ন চেহারা একেবারে সামনে এসে গেছে। যত দিন যাচ্ছে, তত শাসকের দুর্নীতির নতুন নতুন নমুনা সামনে আসছে। শিক্ষার চেয়ে টাকা লুঠ করতেই যে বেশি উৎসাহী ছিলেন তৃণমূলের নেতা, মন্ত্রীরা, তা ধরা পড়ে গেছে। এর প্রভাব পড়ছে মাধ্যমিক স্তরেও। এবছরই মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা একধাক্কায় কমে গেছে
Tags:
Partha Chatterjee
Mamata Banerjee
Madhyom
bangla news
partha chatterjee news
partha chatterjee on ssc
partha chatterjee latest news
partha chatterjee latest
partha chatterjee tmc
partha chatterjee news update
Recruitment scam
Partha Chatterjee SSC scam
education scam
Benglai News
partha chatterjee jail
bengal education backward 100 years
education scam responsible