img

Follow us on

Friday, Nov 22, 2024

Partha Chatterjee: পার্থকে ফেরাল SSKM, জানাল, ভর্তি হওয়ার মত অসুস্থ নন প্রাক্তন মন্ত্রী

এসএসকেএম-এ প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

  2022-08-22 00:47:01

ফের পার্থকে ফেরালো SSKM। ভর্তি নিল না রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। জানিয়ে দিল হাসপাতালে ভর্তি হওয়ার মত অসুস্থতা তাঁর নেই। যা আছে তা নার্ভাস ব্রেক ডাউন।

প্রেসিডেন্সি জেলে থাকতে ভাল লাগছে না শিক্ষক দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি হাসপাতালেই থাকতে চান। শনিবার দুপুরে অসুস্থ বোধ করায় তাঁকে দ্রুত নিয়ে আসা হয় SSKM-এ। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গেছে পার্থবাবুর শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণ সামান্য কমেছে। শ্বাসকষ্ট প্যালপিটিশন রয়েছে। হাসপাতালে নেমেই প্রাক্তন মন্ত্রী জানান, শরীরটা ভালো নেই।
অ্যাম্বিয়েন্সঃ
ইসিজি-এক্স রে- সুগার-প্রেশার ক্রিয়েটিনিন সহ একাধিক পরীক্ষা হয় পার্থ বাবুর। এবং চিকিৎসকরা জানিয়ে দেন, 
"অসুস্থতা এমন নয় যে ভর্তি করতে হবে।" 
হাসপাতাল সূত্রে খবর, এরপরই পার্থবাবু চিকিৎসকদের অনুরোধ করেন,
"ওখানে খুব বাজে পরিস্থিতি, থাকা যাচ্ছে না। খাওয়া দাওয়া করতে পারছি না। আমাকে এখানে ভর্তি করে নিন"
এরপরই চিকিৎসকরা তাঁকে জানান, 
"পার্থবাবু পুরোপুরি সুস্থ। পুরানো অসুস্থতার কারণে ওষুধ খেয়ে যেতে হবে। পারিপার্শ্বিক দুশ্চিন্তার কারণে মাঝে মধ্যে তাঁর নার্ভাস ব্রেক ডাউন হচ্ছে।"
তারপরেরি চিকিৎসকরা জানান,
"আপনাকে আমরা ভর্তি করে নিতেই পারি, কিন্তু একঘন্টার মধ্যে ইডির কাছে খবর যাবে। আর আপনাকে ফের  শারিরীক পরীক্ষা করতে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাবে।"
এরপরই মন বদলান পার্থ চট্টোপাধ্যায়। রাজি হন প্রেসিডেন্সি জেলে নিজের সেলে ফিরে যেতে। 
চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর কিছু ক্রনিক অসুস্থতা আছে। তাঁর ওপর গত কয়েকদিনের ঘটনায় মনের ওপর চাপ পড়েছে। এক অবস্থা থেকে অন্য অবস্থায় মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে। সে কারণেই মাঝে মাঝে নার্ভাস ব্রেক ডাউন হচ্ছিল। এটা স্বাভাবিক। কিন্তু ভর্তি নেওয়ার মত শারিরীক কন্ডিশন পার্থবাবুর নয়। 
জেল সূত্রে খবর, ইদানিং নিজের সেলেই নিজেকে বন্দী রেখেছেন পার্থ চট্টোপাধ্যায়। সেল থেকে পারতে বের হচ্ছেন না। বেশিরভাগ সময়ে ঘুমিয়ে কাটাচ্ছেন। বাইরে হাঁটাহাটিও করছেন না। তাঁর পা ফোলা সামান্য কমেছে। তবে এখনও হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে। 


Partha, Partha Chatterjee, SSKM, SSKM Hospital, TMC, SSKM refused to admit, Partha Health Check up, Partha in Presidency Jail, Partha Cronic diseases, Nurvas Break down, Bangla News, Bengali News, Bangla News Update, SSC scam, ED Probe, Teacher Recruitment Scam, Recruitment Scam, TET Scam, Mamata, Madhyom

Tags:

Partha Chatterjee

Madhyom

sskm

tmc

Mamata

bangla news

Bengali news

Teacher Recruitment scam

sskm hospital

ssc scam

ED probe

TET SCAM

Recruitment scam

Partha

SSKM refused to admit

Partha Health Check up

Partha in Presidency Jail

Partha Cronic diseases

Nurvas Break down

Bangla News Update


আরও খবর


ছবিতে খবর