বেহালার অমরপ্রেম!
দুজনেই বেহালার হেভিওয়েট নেতা। একজন দেখতেন পূর্ব। একজন পশ্চিম। বিধায়ক থেকে মন্ত্রী, মমতা জমানায় এঁরা চুটিয়ে উপভোগ করেছেন ক্ষমতা। আর সেই ক্ষমতার অলিন্দে বসে তাঁরা যে ডুবে ডুবে এমন জল খেতেন, তা পরে জানতে পেরেছে জনতা। কয়েক বছর আগে সামনে এসেছিল শোভন-বৈশাখীর কাহিনী। এবার প্রকাশ্যে পার্থ-অর্পিতার কথা। দুজনেই যে প্রেমে এমন হাবুডুবু খেতেন, তা কি আগে কেউ জানত!
আসলে বেহালা নামের সঙ্গেই লুকিয়ে আছে বেহুলা - লখিন্দরের কথা। স্বামীর দেহ নিয়ে আদিগঙ্গায় ভেলা ভাসিয়েছিলেন বেহুলা। সেই ভেলাই ভিড়েছিল এখানকার ঘাটে। কথিত আছে, সেখান থেকেই বেহালা নামের উৎপত্তি। ফলে বেহালা নামের মধ্যেই মিশে আছে অমর প্রেমের কথা। আর বর্তমানে শাসক শিরোমণি হয়ে সেই অমর প্রেমকেই মান্যতা দিতে যেন তৎপর পার্থ-শোভন।
শোভন-বৈশাখী প্রেমকথা এরমধ্যেই ভাইরাল। প্রেম যে বয়সের বাধা মানে না তা প্রমাণ করে দিয়েছিলেন একদা কলকাতার মেয়র তথা বেহালা পূর্বের প্রাক্তন বিধায়ক। ক্যামেরার সামনে বিভিন্ন গানের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছিল তাঁদের। দুজনকে ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছিল কাশ্মীরেও। তাঁরা দুজনেই এই নতুন সম্পর্ক নিয়ে অকপট। ভালবাসাকে অন্য মাত্রা দিয়েছিল তাঁদের এই জুটি।
শোভন-বৈশাখীর পর এবার আমরা নবরূপে পেলাম বেহালার বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে। এতদিন তাঁর প্রেমকাহিনী নিয়ে কানাঘুষো চলত। তবে এবার পর্দাফাঁস করে দিল ইডি। জানা যাচ্ছে, নাকতলা উদয়নের পুজোর সূত্রে তাঁদের পরিচয়। ওই পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডরও ছিলেন অর্পিতা। বিভিন্ন জায়গায় এরপর দেখা গেছে দুজনকে। হরিদেবপুরের যে আবাসন থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে, সেখানে প্রায়শই যেতেন পার্থ।
ফলে বলা যেতেই পারে, বেহালার অমর প্রেম নিয়ে এখন নতুন মঙ্গলকাব্য় লেখার সময় এসে গেছে। যা পুজোয় হিট হল বলে।
Tags:
Partha Chatterjee
Calcutta High court
West Bengal news
Kolkata news
Enforcement Directorate
ED
SSC Recruitment
Teacher Recruitment scam
School Service Commission
ssc scam
ED Raid
Arpita Mukherjee
model arpita sovan baisakhi
sovan baisakhi dance
sovan baisakhi roadshow
sovan baisakhi song
sovan baisakhi news
sovan baisakhi today news
partha chatterjee news
partha chatterjee on ssc
partha chatterjee latest news
partha chatterjee latest
partha chatterjee tmc
partha relation
partha arpita relation
shovan baisakhi relation