img

Follow us on

Friday, Nov 29, 2024

PM Awas Yojana: আবাস যোজনার তালিকার দাবিতে মানুষ, পণ্ড গ্রামসভা

WhatsApp_Image_2022-12-17_at_1837.54

  2022-12-17 19:27:13

আবাস যোজনার বাড়ি নিয়ে রাজ্যের বিক্ষোভ বাড়ছে। কোথায় বিক্ষোভের জেরে গা ঢাকা দিচ্ছেন পঞ্চায়েত প্রধান প্রশাসনিক আধিকারিকরা। কোথাও আবার পণ্ড হচ্ছে গ্রামসভার বৈঠক।
শুক্রবার ঠিক তেমনই ঘটল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ১ নম্বর ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতে। মাঝপথে বন্ধ হয়ে গেল গ্রাম সভা। গ্রামবাসীরা শুধু জানতে চেয়েছিলেন, আবাস যোজনার তালিকা কই? দেখতে চাইলেন তালিকায় কাদের নাম রয়েছে।
 
ব্যাস এরপরই শুরু হয় গন্ডগোল। মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের দাবি, আবাস যোজনার তালিকার নামে জোচ্চুরি করেছে পঞ্চায়েত। 

গ্রামবাসীদের অভিযোগ, গ্রামসভায় উপস্থিতির খাতায় সই করিয়ে, পঞ্চায়েত প্রধান আর প্রশাসনিক আধিকারিক প্রমান করতে চাইছেন গ্রাম সভার বৈঠক হয়েছে। কিন্তু খাতার সই করার আগেই তারা দাবি জানান আবাস যোজনার তালিকা প্রকাশের। তালিকায় কাদের কাদের নাম আছে জানতে চান তারা। তখন বেঁকে বসেন পঞ্চায়েতের প্রধান ও আধিকারিক।
পঞ্চায়েতের আধিকারিকের পক্ষ থেকে জানানো হয় ২০১৮ সালের স্ক্রুটিনি অনুযায়ী একটা নামের তালিকা তৈরি হয়েছে। একটা তালিকা পঞ্চায়েত তৈরি করেছে। আর দুই তালিকা নিয়ে আশা কর্মীরা ঘুরে সার্ভে করবেন। সেই রিপোর্টও জমা পড়বে। বিডিও অফিসে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তখনই গ্রামবাসীরা দাবি করেন ২০১৮-র তালিকাই প্রকাশ করা হোক।
অরাজি মনোহরপুর পঞ্চায়েত। সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বাসিন্দারা।

যদিও সভায় আসা বহু মানুষের দাবি সঠিক উপভোক্তাদের দেয়া হচ্ছে না আবাস যোজনার বাড়ি, যাদের গাড়ি বাড়ি রয়েছে তারাই পায়েছে বাড়ি,এক কথায় তালিকাতে চরম দুর্নীতির অভিযোগ তুলল তারা। উপপ্রধান অবশ্য দোষ চাপিয়েছেন বিরোধীদের ঘাড়ে।
পি এম আবাস যোজনার নিয়ম অনুযায়ী। গ্রাম সভা ডেকে চূড়ান্ত করতে হবে আবাস যোজনার বাড়ি প্রাপকদের নাম। কেন্দ্রীয় সরকারের ১৯ দফা শর্ত মেনেই তৈরি করতে হবে তালিকা।  

কিন্তু কে শোনে কার কথা? কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের নেশায় অন্ধ স্থানীয় তৃণমূলের নেতারা। তাই আবাস যোজনার তালিকা প্রকাশ না করায় পণ্ড গ্রামসভা।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Pradhan Mantri Awas Yojana

PM Awas Yojana

Awas Plus Yojana

pradhanmantri aawas yojana

awas yojana

Bangla Awas Yojana

pm awas yojna

awas yojana news

pradhan mantri awas yojana new list

awas yojana new update

pradan mantri awas yojana

pm awas yojana

demand

demands of people

people's demand

demand list of beneficiary

in demand list

people demand panchayat publised list

beneficiary list

beneficiary list of pm awas yojana

Cancelled Gram Sabha

gram sabha cancelled

gram panchayat meeting


আরও খবর


ছবিতে খবর