img

Follow us on

Saturday, Jan 18, 2025

PM Awas Yojona: আবাস যোজনায় TMC দুর্নীতিতে অমত, আশাকর্মীর ঘরে আগুন

আবাস যোজনায় TMC দুর্নীতিতে অমত, আশাকর্মীর ঘরে আগুন

  2022-12-16 20:13:01

শাসকের দুর্নীতিতে সায় দিচ্ছেন না। তাই গভীর রাতে এবার আশাকর্মীর ঘরে আগুন।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় শাসক দলের দাবি না মানায় আগুন লাগিয়ে দেওয়া হল বলাগড়ের গুপ্তিপাড়ার আশা কর্মী সরস্বতী ঘোষের বাড়িতে। হাওয়ার দাপটে বাড়ির বিভিন্ন অংশে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।  

প্রতিবেশির ডাকে ঘুম ভাঙে পরিবারের। দেখেন দাউ-দাউ জ্বলছে পাটের গাদায়। তড়িঘড়ি জল ঢেলে আগুন নেভালেও ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে।

সুদাম বাবু পেশায় কৃষক। জমি চাষ করে সংসার চলে। এবার ভাল পাট উঠেছিল। সেই পাট আর পাট-কাঠির স্তুপ রাখা ছিল বাড়ির ভিতরে। স্ত্রী সরস্বতী আশা কর্মী। সরকারের নির্দেশ মেনে আবাস প্লাস যোজনার কাজ করেন। এবার গুপ্তি পাড়ায় ১৬৩টা আবাস প্রকল্পের উপভোক্তার নাম এসেছে। শাসক দলের নেতাদের দাবি তাঁদের বানানো তালিকা মেনেই দিতে হবে সমীক্ষা রিপোর্ট। সে কথা মানেননি বলেই গভীর রাতে আগুন লাগানো হয় বলে অভিযোগ।

ডলি চট্টোপাধ্যায়ের সঙ্গে সহমত আশাকর্মীরা। তাঁদের দাবি অবিলম্বে তাঁদের এই কাজ থেকে সরিয়ে দেওয়া হোক। আবাস যোজনার কাজ করতে, গিয়ে জীবন পরিবার সংসার হারাতে রাজি নন তারা। একই কথা তারা জানিয়েছেন,বিডিওকেও।  
 
বিডিও নীলাদ্রী সরকার গোটা ঘটনার তদন্ত করতে আসেন সরস্বতীর বাড়িতে। তিনি জানান, কেউ আশাকর্মীর ওপর চাপ সৃষ্টি করলে তাঁর নাম ফোন নম্বর যেন বিডিও অফিসে জমা দেওয়া হয়।

প্রশ্ন হল বিডিও অফিসেও দাপিয়ে বেড়ান এই সব শাসক দলের দুস্কৃতিদের মাথারা। সেখান থেকে নাম বেরিয়ে যাবে না তাঁর গ্যারান্টি কে দেবেন? আসলে আশা কর্মীদের ঘাড়ে বন্দুক রেখে সমীক্ষা চালিয়ে নিজেদের দুর্নীতি আর আবাস যোজনার টাকা লুঠের বন্দোবস্ত পাকা করতে চাইছে তৃণমূল কংগ্রেসের নেতারা। যদিও গোটা ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে। তবে তাঁর ফলাফল কি হবে তা জানিয়ে দিয়েছেন গুপ্তিপাড়া দুই গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান শেখ আলম। তাঁর সাফাই, ব্যক্তিগত শত্রুতা না আবাস যোজনার কাজ জানি না।

যদিও পাড়া প্রতিবেশিদের সঙ্গে কোন শত্রুতা কোনদিনই ছিল না বলে আগেই জানিয়েছেন আশাকর্মীর পরিবার।

বাড়িতে পাটের গুদামে আগুন লাগানোর ঘটনায় কারও নামে কোন অভিযোগ জানাতেই ভয় পাচ্ছে আশাকর্মী সরস্বতী ঘোষের পরিবার। কারণ কিছু দিন আগেই উত্তর ২৪ পরগণায় শাসক দলের চাপে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন এক অঙ্গনওয়ারি কর্মী। 

বেপরোয়া তৃণমূল নেতারা আবাস যোজনার টাকা তাঁদের পরিবারের নামে করতে কার্যত ঝাঁপিয়ে পড়েছে সর্বত্র। গরীবের বাড়ির টাকা লুঠ করে নিজেদের প্রাসাদে আরও কিছু নতুন রঙে প্রলেপ পড়ছে এসি বসছে। তলা বাড়ছে। আড়ে-বহরে বাড়ছে জমি-জিরেত সম্পত্তি।   

Tags:

Madhyom

tmc

bangla news

Bengali news

Hooghly

scam

Pradhan Mantri Awas Yojana

tmc scam

PM Awas Yojana

Awas Plus Yojana

pradhanmantri aawas yojana

awas yojana

Bangla Awas Yojana

awas yojana scam

pm awas yojna

awas yojana news

pradhan mantri awas yojana new list

awas yojana new update

pradan mantri awas yojana

desagree with scam

scam of tmc

tmc scam on awas yojana

set fire on house

set fire on asha worker house

asha worker

asha worker house

fire on asha worker house

miscreant set fire

tmc miscreant set fire

Bolagarh


আরও খবর


ছবিতে খবর