দুর্নীতির রাজ্যে চাকরি চাইলে এটাই জুটবে?
পাঁচ বছর ধরে অপেক্ষা করছে ওরা। টেট পাশ করার পরও কেন চাকরি হচ্ছে না, সেটা বুঝতে ডেপুটেশন দিতে যাচ্ছিল। চাকরির পরক্ষীয় পাশ করেও কেন তা মিলছে না, তা জানতেই অভিযান। আর সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।বিধাননগর থেকে সল্টলেকের পথে যাচ্ছিলেন ওই টেট উত্তীর্ণরা। রাজ্যের শিক্ষা ব্যবস্থা যদি ঠিক পথে চলত, তাহলে কয়েক বছর আগেই এঁরা প্রত্যেকে চাকরি পেয়ে যেতেন। এতদিনে রাজ্যের ছোট ছোট ছেলেমেয়েরা এদের হাতেই ভবিষ্যতের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু দুর্নীতি আর কেলেঙ্কারিই যে সরকারের ভবিতব্য, সেখানে স্কুলে যাওয়ার বদলে ডেপুটেশনে ছুটতে হয় এই টেট উত্তীর্ণদের। আর তাড়া খেতে হয় পুলিশের।
ভেঙে পড়েছে গোটা সিস্টেম। যে দুর্নীতি বছরের পর বছর বাড়তে দিয়েছে সরকার, তার স্রোতে ভেসে যেতে যেতে এখন হাজারো অজুহাত উঠে আসছে মুখ্যমন্ত্রীর মুখে। আদালতের জন্য নিয়োগ করা যাচ্ছে না বলে মাঝে মাঝেই বলে উঠছেন তিনি। কিন্তু এরমধ্যেই এসএসসি কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ায়, দিনের আলোর মতো সবকিছু পরিষ্কার হয়ে গেছে। কোটি কোটি টাকা প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হওয়ার পর বোঝা যাচ্ছে গলদ কোথায়। অসুখের ওষুধ কোথায় মিলবে, তা ভেবেই এখন দিশেহারা সকলে।
Tags:
Partha Chatterjee
Mamata Banerjee
Kolkata
Dilip Ghosh
bangla news
Bengali news
ssc scam
Primary TET
TET SCAM
bangla khobor
bangla khabar
suvendu Adhikari
madhyom bangla
TET agitation
tet agi
primary tet news
2014 primary tet latest news today
tet scam protest
wb primary tet big scam news
wb education system