img

Follow us on

Friday, Oct 18, 2024

SUVENDU LEGAL STEP:ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, আদালতে শুভেন্দু

suvendu_appeal_to_HC

  2022-05-17 20:21:27

রাজ্যের বিরোধী দলনেতা (opposition leader) শুভেন্দু অধিকারির (Suvendu Adhikari) অফিসে পুলিশ কেন? গতকালই রাজ্যের রিপোর্ট চেয়েছিলেন রাজ্যপাল (governor) জগদীপ ধনকড় (jagdeep dhankhar)। বেলা ১২টা পর্যন্ত রিপোর্ট জমা না পড়ায় এবার আদালতে বিরোধী দলনেতা। কলকাতা হাইকোর্টে (Calcutta high court) মামলা দায়ের শুভেন্দুর। আগাম নোটিস ছাড়াই পুলিশ হানা কেন রাজ্যের বিরোধী দলনেতার নন্দীগ্রামের (Nandigram) অফিসে? বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আগামী বৃহস্পতিবার হবে মামলার শুনানি। পদমর্যাদায় রাজ্যের বিরোধী দলনেতা ক্যাবিনেট মন্ত্রীর সমান। তাঁর অফিসে হানা দিতে গেলে আগাম নোটিশ জারি প্রয়োজন। অথচ রবিবার সন্ধে নাগাদ আচমকাই নন্দীগ্রামের বিধায়ক (nandigram mla) শুভেন্দুর কার্যালয়ে (suvendu house) তল্লাশি চালায় পুলিশ। সেই সময় কার্যালয়ে ছিলেন না বিরোধী দলনেতা। ট্যুইটে বিরোধীনেতার অভিযোগ, আগাম নোটিস, সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি (no warrant search) চালিয়েছে পুলিস। একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন তিনি। ট্যুইটে ক্ষোভ উগড়ে দেন বিজেপি রাজ্য সভাপতিও একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে দেন শুভেন্দু। বিজেপি সরকার গড়তে না পারলেও বিরোধী দলনেতা হন শুভেন্দু অধিকারি। তারপর থেকেই নানাভাবে তাঁকে হেনস্থার ষড়যন্ত্র (political vendetta ) করছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী অভিযোগ শুভেন্দু অধিকারির। সেই কারণেই সার্চ ওয়ারেন্ট এবং আগাম কোনও নোটিস ছাড়াই পুলিশি হানা তাঁর অফিস কাম বাড়িতে।

Tags:

Suvendu Adhikari

Jagdeep Dhankhar

opposition leader

Nandigram MLA

governor

Kolkata High Court

suvendu house

no warrant search

political vendetta


আরও খবর


ছবিতে খবর