মথুরাপুর ডেপুটেশনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
রাজ্যের পুলিশ তৃণমূলের কর্মীতে পরিণত হয়েছে। আর থানাগুলো হয়েছে শাসকদলের অফিস। মথুরাপুরে সুন্দরবন এসপি অফিসের সামনে বিজেপির অবস্থান বিক্ষোভে বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
রাজ্যে গণতন্ত্র রক্ষা, এসএসসির দুর্নীতি, টাকা নিয়ে শিক্ষক নিয়োগ, ও চিটফান্ড কেলেঙ্কারির নায়কদের শাস্তির দাবিতে ডেপুটেশন বিজেপির। সুকান্ত মজুমদার বলেন, এত চুরি তোলাবাজি করেও পেট ভরেনি শাসকদলের। এখন বিনা পয়সায় দিল্লির দেওয়া রেশনের চাল চুরি করছে তৃণমূলের নেতারা।
পুলিশের সাহায্য মিলবে না। বিজেপি কর্মীদেরই চালচোর ধরতে পথে নামার ডাক বিজেপি রাজ্য সভাপতির