SUVENDU_HOUSE_POLICE_(1)
রাজ্য বিজেপি সভাপতি (West Bengal BJP President) সুকান্ত মজুমদারের ( sukanta majumdar) পোস্ট
"পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন অপরাধ দমন কম বিরোধী দমন করতেই বেশি তৎপর।"
ফেসবুক পোস্টে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি (wb bjp president) সুকান্ত মজুমদার। রাজ্যের বিরোধী দলনেতার কার্যালয়ে পুলিশ পাঠানোর কড়া নিন্দা করে তিনি লিখেছেন,
এফবি পোস্ট হাইলাইট
"পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ইতিহাসের লজ্জাজনক দিন। এই ঘটনা একপ্রকার গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা"
কি হয়েছিল ১৫ এপ্রিল বিকেলে? আচমকাই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর একটি বাড়িতে হানা দেয় রাজ্য পুলিশ। তাঁদের জিজ্ঞাস্য কি হয় এখানে? ওই বাড়ির বাসিন্দারা জানান, শুভেন্দু অধিকারী নিজে দোতলায় থাকেন। নীচে বিরোধী দলনেতার অফিস। সেখান থেকে বিধায়কের কাজ কর্ম করেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক (MLA)।
ভিডিও
রাজ্য পুলিশের আধিকারিকের (Police Official) কথা শুনলেন তো? তারা নাকি জানতেন, এখানে অন্য কোন কাজকম্ম হয়। তাঁর কাছে ভুল তথ্য ছিল।
ভিডিও
এবার আপনারাই বুঝে নিন। রাজ্য পুলিশের ইন্টালিজেন্স সোর্সের দক্ষতা! রাজ্যের বিরোধী দলনেতা (Opposition Leader) সম্পর্কে এতটুকু তথ্যও তাঁদের অজানা।
ফেসবুক পোস্টে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,
পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ইতিহাসের লজ্জাজনক দিন। আমরা এমন একটা রাজ্যে বাস করি,যেখানে সাংবিধানিক পদমর্যাদা সম্পন্ন বিরোধী দলনেতার শ্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মহাশয়ের কার্যালয় পর্যন্ত পুলিশ পাঠাতে বাকি রাখল না পশ্চিমবঙ্গের শাসক। এই ঘটনা একপ্রকার গণতন্ত্রকে হত্যার করার চেষ্টা।
এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
একই ভিডিও ট্যুইটারে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিও। যদিও সেখানে তিনি মন্তব্য করেননি, শুধু ট্যাগ করেছেন কয়েকজনকে.
বিরোধী দলনেতার বাড়িতে পুলিশ কেন জানতে চেয়ে রাজ্যপাল (governor of west bengal) জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্য সচিবের কাছে।