কালিয়াগঞ্জ থানায় আগুন, এই জনরোষ কীসের ইঙ্গিত?
কালিয়াগঞ্জে এমন ঘটনা আগে কবে হয়েছে কেউ মনে করতে পারছেন না। পুরোটাই জনরোষ। যা আছড়ে পড়েছিল কালিয়াগঞ্জ থানা চত্বরে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও। তার সত্যতা যাচাই না হলেও, ঘটনা যে ঘটেছে, তার চিহ্ন ছড়িয়ে রয়েছে পরতে পরতে। ভাঙচুর, আগুন, মারধর। পরদিন লাইন দেওয়া পোড়া বাইকের ছবি দেখলে যা স্পষ্ট হয়ে ওঠে।
গত ২১শে এপ্রিল কালিয়াগঞ্জের সাহেবঘাটায় পুকুর পাড় থেকে উদ্ধার হয় দ্বাদশ শ্রেণীর ছাত্রীর দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয়ে ওঠে এলাকা। ওই কিশোরীর দেহকে যেভাবে পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যায়, তা দেখে ফুঁসতে থাকে মানুষ। এরপর উত্তর দিনাজপুরের কালিয়াচকে মঙ্গলবার ফের আর এক কিশোরের দেহ উদ্ধার হয়। রাজ্যে নারী নির্যাতনের ঘটনা আর তা মোকাবিলায় পুলিশের ভূমিকায় ক্ষেপে ওঠে উন্মত্ত জনতা। কালিয়াগঞ্জ থানায় আছড়ে পড়ে উন্মত্ত জনতার তাণ্ডব। আক্রান্ত হয় পুলিশ। ভাঙচুর চলে থানার পাশের যাত্রী প্রতীক্ষালয়েও। গুঁড়িয়ে যায় ঠান্ডা পানীয়ের জলাধার। ঘটনার পরদিন সাফাই অভিযানে নামে পুরসভা।
এলাকার পুরপিতা বলছেন, কালিয়াগঞ্জ শান্তিপ্রিয় শহর। কিন্তু তা কেন অশান্ত হয়ে উঠল? কেন দিকে দিকে প্রশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠছে মানুষ? পুরো ঘটনার জন্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে দায়ী করেছে বিরোধীরা।
গত দুবছর ধরে রাজ্যবাসী লাগাতার দেখে এসেছে শাসকের দুর্নীতি। কেন্দ্রীয় গোয়েন্দা তদন্ত উলঙ্গ করে দিয়েছে শাসকের চেহারা। মানুষ তাই ফুঁসছে। যতদিন যাচ্ছে তিতিবিরক্ত হয়ে উঠছে। পরিত্রাণের পথ খুঁজছে তারা। কিন্তু এর মধ্যেই প্রকট হয়ে উঠেছে পুলিশের অপদার্থতা। বিরোধীদের অভিযোগ, তৃণমূল নেতাদের তোষণ করতেই ব্যস্ত পুলিশ। বাম আমলকেও ছাড়িয়ে গেছে তাদের এই তোষণ নীতি। আর তারই পরিণতি কালিয়াগঞ্জের মতো ঘটনা। নৈরাজ্য যেভাবে মাথা চাড়া দিচ্ছে, তাতে রাজ্যজুড়েই ছাইচাপা আগুন ধিকি ধিকি জ্বলছে। যে কোনও দিনই তা আগ্নেয়গিরির আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা রাজ্যবাসীর।
Tags:
Mamata Banerjee
West Bengal police
Suvendu Adhikari
West Bengal
bangla news
Kaliaganj
kaliaganj chaos news
kaliaganj chaos update
kaliaganj chaos news update
kaliaganj news
kaliyaganj
kaliyaganj chaos
kaliyaganj police station fire
kaliyaganj police station
kaliaganj police station on fire
kaliaganj police station
police station on fire
kaliaganj police station fire
kaliyaganj incident
kaliaganj latest news
mamata banerjee on kaliyaganj
public anger in bengal
public anger