img

Follow us on

Tuesday, Jan 21, 2025

KIFF: নন্দনেও রাজনীতি!কেন ব্রাত্য মিঠুন?

নন্দনেও রাজনীতি!কেন ব্রাত্য মিঠুন?

  2022-12-16 18:45:58

নন্দনে (Nandan) কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধন। হাজির শাহরুখ খান (Shahrukh Khan), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), শত্রুঘ্ন সিনহা (shatrughan sinha) সহ বহু তারকা। কিন্তু নেই মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। কারণ তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। আর এনিয়েই প্রশ্ন তুলেছেন  বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। টুইটে তাঁর মন্তব্য, মিঠুন চক্রবর্তীকে ছাড়া কলকাতা চলচ্চিত্র উৎসব অসম্পূর্ণ। নিজেদের লোককে না ডেকে বাইরের রাজ্য থেকে সুপারস্টার ডেকে আনার কী অর্থ? সিনেমার মতো শিল্প থেকে রাজনীতিকে দূরে সরিয়ে রাখা উচিত বলে মমতা সরকারের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, দীর্ঘ সময় ধরে বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি রক্তাল্পতায় ভুগছে । আর উৎসবের নামে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা লুঠছে শাসকদল। সুকান্তর মতকে সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও(Suvendu Adhikari)। শুভেন্দু, সুকান্ত সহ বিজেপির সব নেতাই এখন হাজির হুগলিতে। সেখানে ব্যান্ডেল মোড়ের কাছে শুরু হয়েছে প্রদেশ পদাধিকারী বৈঠক। সেখানে শুভেন্দু বলেন, নন্দন চত্বরে ঢুকলেই বোঝা যায়, কীভাবে মমতাময় হয়ে উঠেছে কলকাতা চলচ্চিত্র উৎসব। 

একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রীকে স্বৈরাচারী মনোভাব থেকে দূরে সরার পরামর্শ দিয়েছেন সুকান্ত। বাঙালির স্বার্থেই গণতন্ত্রের ওপর শ্রদ্ধাশীল হওয়ার আর্জি জানিয়েছেন তিনি। আর সেখানেই অরিজিৎ সিংয়ের গানের এক কলি তুলে ধরে বলেছেন, বাংলার ভবিষ্যৎই হল গেরুয়া। নন্দনের অনুষ্ঠানে রঙ দে তু মোহে গেরুয়া গান গেয়ে শোনান অরিজিৎ (Arijit Singh)।

ফিল্ম ফেস্টিভ্যালেও মমতার সামনে উঠছে গেরুয়া হাওয়া। সেই কথা মনে করিয়ে দিয়েই সিনেমা নিয়ে রাজনীতি না করার আর্জি বিজেপির। সুকান্ত দাবি করেন, গত দশ বছরে বাংলা সিনেমার প্রকৃত উন্নয়নের শ্বেতপত্র প্রকাশ করুক সরকার। রাজ্যের উন্নয়নে প্রধান বিরোধী দল দাবি জানাচ্ছে। কিন্তু সেদিকে কি আদৌ দৃষ্টি আছে মমতা সরকারের? বিরোধীদের অভিযোগ, তোষামোদ নিয়েই মেতে থাকতে চান মুখ্যমন্ত্রী। তাই মিঠুন চক্রবর্তী যতই বাংলার মানুষের আপনজন হোন না কেন, তাঁকে ডাকা হয় না কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে। 

Tags:

Mamata Banerjee

Madhyom

Suvendu Adhikari

CM Mamata Banerjee

Sukanta Majumdar

bangla news

Bengali news

Mithun Chakraborty

mamata banerjee speech

mamata banerjee news

bangla khabar

mamta banerjee

KIFF 2022

kiff

kiff news

shahrukh khan kiff speech

kiff 2022 mamata banerjee

nandan

nandan cinema

KIFF Inauguration

Actor Mithun Chakraborty

Arijit Singh

mamata banerjee kiff


আরও খবর


ছবিতে খবর