img

Follow us on

Sunday, Jan 19, 2025

CBI: ভোট পরবর্তী হিংসায় অনুব্রত সঙ্গীদের জিজ্ঞাসাবাদ

Post_poll_violence

  2022-06-17 20:26:23

গত কয়েকদিন ধরে ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআইয়ের জেরার মুখে  বীরভূম, বর্ধমান ও বাঁকুড়া জেলার একাধিক তৃণমুলের বিধায়ক, নেতা। দুর্গাপুর এনআইটি কলেজে সিবিআইয়ের অস্থায়ী দফতর। সেখানে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওইসব দুঁদে নেতা বিধায়কদের। ইতিমধ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূম জেলার বোলপুর লোকসভার একাধিক তৃণমূল নেতা, বিধায়ক সহ আউশগ্রাম ২ নম্বর ব্লকের কার্যকরী সভাপতিকে তলব করে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে।

রোববার ডাকা হয়েছিল গুশকরা ২ নম্বরের অঞ্চল সভাপতি তাপস চ্যাটার্জি ও অনুব্রত ঘনিষ্ঠ ইলামবাজার ব্লক সভাপতি ফজলুর রহমানকে

সোমবার দুর্গাপুর এনআইটি কলেজে সিবিআইয়ের অস্থায়ী দফতরে ডাকা হয়, ময়ুরেশ্বরের তৃণমূল বিধায়ক, অভিজিত রায়কে। প্রায় আধঘণ্টার বেশি জেরা করা হয় তাঁকে। তার দাবি তিনি জেলা সভাপতিকে ফোন করেছিলেন কিন্তু গৌরব সরকার খুনের ব্যাপারে কিছুই জানেন না।

এরপরই বীরভূম জেলার তৃণমূল সহ সভাপতি শেখ আবদুল মান্নান আসেন হাজিরা দিতে। তার দাবি, তিনি কোন ফোনই জেলা সভাপতিকে করেননি।

এর আগে একাধিক তৃণমূল নেতা বিধায়কদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।

Tags:

cbi

Birbhum

post poll violence

Bankura

Durgapur NIT College

Bolpur

Bardhaman

MLA Abhijit Roy

TMC Block President

Tapas Chatterjee

Fazlur Rahaman

Gourab Sarkar Murder Probe

Sekh Abdul Mannan


আরও খবর


ছবিতে খবর