img

Follow us on

Saturday, Jan 18, 2025

POST POLL VIOLANCE: সিবিআইয়ের জেরায় অনুব্রতর সহযোগী

POST_POLL_VIOLENCE

  2022-05-30 20:56:37

POST POLL CBI INTEROGATION CONTINUES
=====================

অনুব্রতর পর এবার আউশগ্রামের তৃণমূল অঞ্চল সভাপতি অরূপ মিধ্যা, বীরভূম মহম্মদবাজার ব্লকের সভাপতি তাপস সিনহা সহ মোট ছ'জনকে ডেকে পাঠিয়েছে সিবিআই। বিজেপি কর্মী গৌরব সরকার হত্যা মামলায় ডেকে পাঠানো এদের। রোববার থেকে, দুর্গাপুর এন আই টি গেস্ট হাউসে অস্থায়ী সিবিআই ক্যাম্পে চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ।


গত বিধানসভা নির্বাচনের পর ২রা মে বেলা দুটো আড়াইটে নাগাদ, বীরভূম জেলার গোপালনগর গ্রামে বিজেপি কর্মী গৌরব সরকারের বাড়ি হামলা চালায় তৃণমূল দুস্কৃতিরা। ২৪/২৫ জনের বিশাল সশস্ত্র বাহিনী তছনছ করে গৌরবের বাড়ি। অপরাধ গৌরব তাঁর ভাই বন্ধুরা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করেছিল। বাধা দিতে গেলে তাকে রড কাটারি কুড়াল দিয়ে কোপানো হয়। মারাত্মক আহত হয় তাঁর ভাই কেতু আর বন্ধু কালু সরেন। হাসপাতালে নিয়ে গেলে, গৌরবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

সেই মামলায় আগে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আজ জিজ্ঞাসাবাদ করা হল তাঁর সহযোগীদের। তাপস সিনহা, অরূপ মিধ্যা ছাড়াও জিজ্ঞাসাবাদ করা হয়, সাইথিয়ার চেয়ারম্যান বিপ্লব দত্ত ও সাইথিয়ার বিধায়কের স্বামী দেবাশিস সাহাকে

যদিও অভিযুক্তদের দাবি তাঁরা গৌরব হত্যাকাণ্ড সম্পর্কে নাকি কিছু জানেন না।

আজই দুর্গাপুর থেকে পুরুলিয়া গেলেন মুখ্যমন্ত্রী। তাঁর আগেই, ভোট পরবর্তী হিংসার কারণে, তাঁর জেলা আর স্থানীয় নেতাদের ডেকে পাঠানো যথেষ্ট ইঙ্গিতপূর্ণ রঃ।

 

 

Tags:

bjp

cbi

Birbhum

post poll violence

TMC goons

Anubrata

Aushgram

Gourav Sarkar

CM Tapas SInha

Arup Middhya


আরও খবর


ছবিতে খবর