img

Follow us on

Sunday, Jan 19, 2025

CBI Questions BJP Leader : ভোট পরবর্তী হিংসা, বিজেপি নেতাকে জেরা সিবিআইয়ের

ভোট পরবর্তী হিংসা, বিজেপি নেতা কালোসোনাকে জেরা সিবিআইয়ের

  2022-06-17 16:50:04

ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের কাছে হাজির হলেন বীরভূমের বিজেপি নেতা কালোসোনা মণ্ডল। সোমবার সকালে দুর্গাপুর এনআইটি ক্যাম্পাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজির হন তিনি। গোয়েন্দা সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসার সময় তৃণমূল নেতাদের ফোন করায় বীরভূমের এই প্রাক্তন বিজেপি সাধারণ সম্পাদককে তলব করেছিল সিবিআই। প্রায় দু ঘণ্টা কালোসোনাকে জেরা করে গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে কালোসোনা জানান, গোটা বীরভূমে কীভাবে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল, সেই তথ্য তুলে দিয়েছেন তিনি। কালোসোনার দাবি, ভোটপর্ব মেটার পর জেলা জুড়ে তৃণমূল যখন সন্ত্রাস চালাচ্ছে, তখন হাত গুটিয়ে বসেছিল পুলিশ। কর্মীদের বাঁচাতেই তখন তিনি তৃণমূল নেতাদের ফোন করেছিলেন। সিবিআই তাঁকে ডেকে পাঠানোয় খুশি কালোসোনা। তাঁর দাবি, এর ফলে সত্য সামনে আসবে। ভোট পরবর্তী হিংসার ঘটনায় এর আগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জেরা করেছিল সিবিআই। জেরা করেছিল অনুব্রত ঘনিষ্ঠ একাধিক তৃণমূল বিধায়ককেও। তবে এই প্রথম কোনও বিজেপি নেতাকে তলব করল সিবিআই। এর আগে তৃণমূল অভিযোগ করত, রাজনৈতিক উদ্দেশ্যেই তাদের নেতাদের অপদস্থ করতে ডেকে পাঠাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে সেই সংস্থাই এবার বিজেপি নেতাকে তলব করায় এটা স্পষ্ট, সত্যের সন্ধানেই এগোতে চায় সিবিআই। 

Tags:

bjp

cbi

Birbhum

Anubrata Mandal

Kalosona

Durgapur NIT Campus