৪ দিনে কি ১১ লক্ষ আবাস যোজনার ঘর অনুমোদন সম্ভব?
রাজ্য সরকারের শিরে সংক্রান্তি। মাত্র চার দিনের মধ্যে সেরে ফেলতে হবে আবাস যোজনার তিরানব্বই শতাংশ কাজ। পঞ্চায়েত দফতর সূত্রে খবর এই মূহুর্তে ৩৯লক্ষ উপভোক্তার নাম যোগ্য হিসেবে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ঠাই পেয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী ৩৯লক্ষ বাংলার মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার কথা। কিন্তু আবাস যোজনার ১৭ দফা নিয়ম মেনে রাজ্যে ঘর পেতে চলেছেন মাত্র ১১লক্ষ ৩৬ হাজার ৪৮৮ জন গরীব মানুষ। কিন্তু রাজ্যে কাজ হয়েছে সাড়ে ৬ থেকে সাত শতাংশ মাত্র!
অর্থাৎ সাড়ে ৬ থেকে সাত শতাংশের আবেদন স্যাংশন হয়েছে বা অনুমোদন হয়েছে। হাতে বাকি মাত্র চার দিন। তার মধ্যে সারতে হবে বাকি কাজ। এদিকে আবাস যোজনা নিয়ে রাজ্যের সব প্রান্তেই বিক্ষোভ বাড়ছে। ৩১ ডিসেম্বরের মধ্যে, বাকি উপভোক্তাদের আবেদন পরীক্ষা করে অনুমোদন দেওয়া পাহাড় প্রমাণ কাজ।
সূত্রের খবর, কেন্দ্রের বেশ কয়েক দফা বিধি মেনে মঙ্গলবার পর্যন্ত প্রায় ১৫ লাখের বেশি উপভোক্তা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বাদ দিতে হয়েছে। সূত্রের খবর, ২০২২-২৩ অর্থবর্ষে এই যোজনায় প্রাথমিকভাবে প্রায় ৫৬ লাখ মানুষ আবাস যোজনায় নাম নথিভুক্ত করেছিলেন। কিন্তু নিয়ম মেনে প্রথমেই প্রায় ৫ লাখ নাম বাদ যায়। পরে সংশোধন করতে গিয়ে আরও ১০ লক্ষ বাদ যায়।
আজই তড়িঘড়ি, সব জেলা শাসকদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যসচিব। যে জেলাগুলি পিছিয়ে রয়েছে তাদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। ভার্চ্যুয়াল বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নির্দেশ যে করে হোক, ৩১ ডিসেম্বরের মধ্যে বাকি ১১ লক্ষ ৩৬ হাজারের ছাড়পত্র দিতেই হবে। বুধবার পর্যন্ত মাত্র ২ লক্ষের ছাড়পত্র দেওয়া গেছে। মুর্শিদাবাদ, পুরুলিয়া, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর চারটি জেলার গতি খুব শ্লথ। আগামী ৪ দিনে কাজ শেষ করার নির্দেশ মুখ্যসচিবের।
ফলে আশঙ্কা থেকেই যাচ্ছে, কতটা নিয়ম মেনে ঘর পাবেন রাজ্যের গরীব মানুষ। আবাস যোজনা প্রকল্পে বিভিন্ন জেলা থেকে ব্যাপক দূর্নীতি ও শাসক দলের স্বজনপোষনের ঘটনায় এবং দফায় দফায় আন্দোলনে। পুনরায় তালিকা পরীক্ষা করে অনেক নাম বাদ দেওয়ায় সমস্যা আরও জটিল হয়েছে।
বাইটঃ
যে সরকার সারা বছরে কাজ শেষ করতে পারে না তাঁরা শেষ চার দিনে, প্রতিদিন ২লক্ষ ৮৪ হাজার আবাস যোজনার বাড়ির অনুমোদন দেবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। দুর্নীতির সম্ভাবনা আরও বহুগুণ বাড়ছে।
Tags:
Madhyom
bangla news
Bengali news
West Bengal Govt
Pradhan Mantri Awas Yojana
PMAY
pradhan mantri awas yojana 2022
pradhanmantri aawas yojana
pradhan mantri awas yojana new list
PMAY house
pradan mantri awas yojana list
pradhan mantri awas yojana new update
pradhanmantri aawas yojana 2022 -23
possible to approve
approve
possible
11lakh houses
awas yojona scam
pmay list 2018
pmay list 2022-23
chief secretary west bengal