img

Follow us on

Saturday, Jan 18, 2025

Pradhan Mantri Awas Yojana: কোচবিহারে কেন আবাস যোজনার বাড়ি ফেরাতে সার্কুলার TMC-র?

কোচবিহারে কেন আবাস যোজনার বাড়ি ফেরাতে সার্কুলার TMC-র?

  2022-12-21 21:01:53

এক্সপোজড তৃণমূল! এবার নিজেদের কৃতকর্মের ফাঁদে নিজেরাই বিপাকে।

তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলার সার্কুলার সামনে আসতেই বেড়াল বেরিয়ে পড়েছে ঝুলি থেকে।

সমস্ত ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতিদের কাছে সাংগঠনিক বার্তা। কি লেখা আছে ঐ সার্কুলারে? 

"...কোন অঞ্চলের অঞ্চল সভাপতি, গ্রাম পঞ্চায়েতের সদস্য / সদস্যা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পদপ্রার্থী কারো নামে আবাস যোজনার ঘর এসে থাকে, তবে তাঁরা যেন সেই ঘর গ্রহণ করতে অস্বীকার করেন।..."

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির (অভিজিৎ দে ভৌমিক-এর সই এর ছবি) অবস্থা কতটা শোচনীয় এই একটা সার্কুলারেই বোঝা যাচ্ছে। 

কোচবিহার জেলায়, গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১২৮। ১২টা পঞ্চায়েত সমিতি। প্রতি গ্রাম পঞ্চায়েতে গড়ে ১১জন করে সদস্য ধরে নিলেও। সংখ্যাটা দাঁড়ায় ১৪০৮। যার ৯০ শতাংশ সদস্য তৃণমূলের। সংখ্যাটা নেহাত কম নয়! ১২৬৭। কারণ গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতে প্রার্থীই দিতে দেওয়া হয়নি বিরোধীদের। ব্যাপক ভোট লুঠ করে জিতিয়ে দেওয়া হয়েছে তৃণমূলকে।

ফলে অনেক দাবিদার। গ্রাম পঞ্চায়েতেই তৃণমূলের ১২৬৭ জনের বেশিরভাগই দাবিদার। আবাস যোজনার ঘর পেতে। এছাড়াও আছেন ১২টা পঞ্চায়েত সমিতির সদস্যরা সঙ্গে জেলা পরিষদের সদস্যরা। ফলে দাবিদার বহু। সকলের দাবি মানতে গেলে, আবাস যোজনার ঘর, আসল উপভোক্তা আর গরীবেরা আর পাবেন না। সেকারণেই কি তৃণমূলের এমন সার্কুলার?
 
সঙ্গে টোপ। নির্বাচনে প্রার্থীপদ প্রার্থীরাও ফিরিয়ে দিন আবাস যোজনার ঘর। তৃণমূলের কেউ কেউ বলছেন কোচবিহারে একেই খারাপ অবস্থা দলের, তার ওপর এত দাবিদার। বিপাকে পড়েছেন সভাপতি। বিরোধীরা অবশ্য বলছেন পঞ্চায়েত নির্বাচনের আগে এও এক আই-ওয়াশ তৃণমূলের।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Coochbehar

Pradhan Mantri Awas Yojana

PM Awas Yojana

Awas Plus Yojana

pradhanmantri aawas yojana

awas yojana

Bangla Awas Yojana

pm awas yojna

awas yojana news

pradhan mantri awas yojana new list

awas yojana new update

pradan mantri awas yojana

pm awas yojana

TMC Circular

circular to return house

return pmay house

tmc Issue circular

circular to return

return house

coochbehar tmc

tmc coochbehar

coochbehar pmay

coochbehar city

coochbehar gramin

coochbehar news

tmc coochbehar district


আরও খবর


ছবিতে খবর