img

Follow us on

Friday, Sep 20, 2024

President: হাতনী গ্রামের দাওয়ায় হাতে হাতে দ্রৌপদী

হাতে হাতে আদিবাসী গ্রাম হাতনীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

  2022-07-26 19:35:08

সার দেওয়া মাটির বাড়ি। খড়ের পালুই আর কয়েকটা ধানের মরাই। গ্রামের মাঝে মাটির রাস্তাটা ঢালাই হয়েছে কিছুদিন আগে। গ্রামের মাঝে দুর্গা মন্ডপ। পান্ডুয়ার বৈঁচির হাতনি গ্রামে মূলত আদিবাসীদের বাস। গ্রামের দাওয়ায় উঠোনে এখন হাতে হাতে দ্রৌপদী মুর্মু।

হাতনি গ্রামে এই ছবি এখন পরিচিত দৃশ্য। রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন গ্রামের মানুষ। শপথ গ্রহণের পর দেশের এক নম্বর মানুষটিকে অভিনন্দন জানাতে নাচ গানও করেছেন তাঁরা। ধামসা মাদল বাজিয়ে মেতে উঠেছেন নিজেদের ঘরের মানুষকে রাষ্ট্রপতি হতে দেখে।
 
হুগলি জেলার মামনি সরেন,সুমিতা সরেন,বাসন্তি মান্ডি,সোহাগি মূর্মুরা ছিলেন সেই ১৪ জনের দলে। এছাড়াও ধনেখালি সিঙ্গুর থেকে ছিলে আরও ১৩ জন। মোট ২৭ জনের দল। ২৩ জুলাই হাওড়া থেকে পূর্বা এক্সপ্রেস ধরে পৌছে গেছিল দিল্লি। দেশের রাজধানী। সেখান থেকে সোজা রাষ্ট্রপতি ভবনে। ঘরের মানুষকে ভালবাসা জানাতে।

অনেকে খুশি। অনেকের আপশোষ। ইস এক্টুর জন্য মিস হতে গেল নিজের চোখে রাষ্ট্রপতিকে দেখা। এখন তাই ছবি দেখেই মন ভরাচ্ছে গ্রাম। শুধু একটাই ইচ্ছে, দেশের সমস্ত আদিবাসী গ্রামে ইস্কুল হোক। হাতে কলমে কাজ শেখার জায়গা হোক। তাহলেই ফের খুশিয়ালি ছন্দে নেচে উঠতে পারে ধামসা মাদলের ছন্দে। গোটা হাতনি গ্রাম।

Tags:

 

Hooghly

Draupadi Murmu

Droupadi Murmu

draupadi murmu president

draupadi murmu news

draupadi murmu latest news

draupadi murmu village

president draupadi murmu

draupadi murmu president of india

new president draupadi murmu

Sworning Ceremony

Othe taking ceremony

Tribal President Draupadi Murmu

Draupadi Murmu Oath

Draupadi Murmu Status

Outh Taking


আরও খবর


ছবিতে খবর