শান্তিনিকেতনে কীসে মুগ্ধ রাষ্ট্রপতি?
শান্তিনিকেতনে (shantiniketan) এসে কীসে সবচেয়ে বেশি মুগ্ধ হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)? নিজের বক্তব্যেই সেকথা স্পষ্ট করে দিয়েছেন তিনি। ছেলেদের সঙ্গে মেয়েরাও এখানে যেভাবে সমান সংখ্যায় শিক্ষা লাভ করছেন, সেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই মুগ্ধ করেছে রাষ্ট্রপতিকে। তাই অভিবাদন জানান পড়ুয়াদের। একইসঙ্গে কবিগুরুর বিশ্বভারতীতে (Visva bharati) এসে তিনি যে যথেষ্ট খুশি, তাও চেপে রাখেননি তিনি। বলেন, দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার মাটিতে বসে তিনি অভিভূত। এদিন পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন রাষ্ট্রপতি।
শান্তিনিকেতনে এসে প্রথমে রবীন্দ্রভবন সংগ্রহশালায় যান রাষ্ট্রপতি । সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। সংগ্রহশালায় কবিগুরুর ব্যবহৃত সামগ্রী, আঁকা ছবি প্রভৃতি দেখেন। ভিজিটর বুকে নিজের মতামতও লেখেন। পরে ঘুরে দেখেন কলাভবন। আম্রকুঞ্জের জহর বেদীতে যোগ দেন সমাবর্তনে। সঙ্গে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এদিন প্রথামতোই বিভিন্ন ভবনের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানের হাতে সপ্তপর্ণী বা ছাতিম পাতা তুলে দেন রাষ্ট্রপতি। বিশ্বভারতীর তরফে রাষ্ট্রপতিকে গুরুদেবের একটি প্রতিকৃতি উপহার দেন উপাচার্য।
Tags:
Madhyom
bangla news
Bengali news
Draupadi Murmu
Droupadi Murmu
Belur math
draupadi murmu president
draupadi murmu news
draupadi murmu latest news
tv 18 bangla
president draupadi murmu
president droupadi murmu
Shantiniketan
Visva Bharati
President Murmu
draupadi murmu in kolkata
draupadi murmu visits shantiniketan
draupadi murmu at belur math
draupadi murmu shantiniketan
visva bharati samabartan president
abp ananda news