img

Follow us on

Saturday, Jan 18, 2025

Presidential Election 2022: রাইসিনার লড়াইয়ে কোন পথে বাংলা?

রাইসিনার লড়াইয়ে কোন পথে বাংলা?

  2022-07-19 12:20:07

উত্তরীয় থেকে রিসর্ট পলিটিক্স। ক্রস ভোটিং থেকে দলত্যাগীদের ভোট, সাংসদের কনভয় কোন বিষয়ই ছাড় পেল না রাষ্ট্রপতি ভোটের লাইনে। কটাক্ষ পালটা কটাক্ষে জমে গেল রাজ্য বিধানসভার লাউঞ্জ। 

সক্কাল সক্কাল ভোটের লাইনে বিজেপি বিধায়করা। প্রত্যেকের গলায় মাথায় বিশেষ এক উত্তরীয়।  সত্তর বিধায়কের অনেক পিছনে শাসকদলের বিধায়করা। রাজ্য বিধানসভায় আজ উৎসবের মেজাজ। রাষ্ট্রপতি নির্বাচনের লাইনে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদরা।

কিন্তু তাল কাটল রাজ্যের অর্থমন্ত্রীর কটাক্ষে।

পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বললেন হারার হতাশা থেকেই এমন মন্তব্য অর্থমন্ত্রীর।

রাষ্ট্রপতি নির্বাচনের দিনও রাজ্য বিধানসভা লাউঞ্জ রইল, শাসক বিরোধী চাপান উতোরে সরগরম। শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূলের ভোট ভাঙ্গাতে সক্রিয় রাজ্যের বিরোধী দলনেতা। কারণ গতকালই এক সাংবাদিকের নামে এফ আই আর করেছেন শাসক দলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা বলেন, উনিশশো ছাপান্ন ভোটে হারার আতঙ্ক এখনও তাড়া করছে মুখ্যমন্ত্রীকে। 

রাজ্যে রিসর্ট পলিটিক্স করছে বিজেপি। অভিযোগ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, পালটা কটাক্ষ বিরোধী দলনেতার।

রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে বিজেপি তাঁর বিধায়কদের কলকাতার একটি হোটেলে রেখেছিল। শাসক দলের দাবি ক্রস ভোটিং এড়াতেই জোর করে আটকে রাখা হয়েছিল বিজেপি বিধায়কদের। বিরোধী দলনেতা জানান যে রাজ্যে বিরোধী দলনেতা এম এল এ হোস্টেলে থাকার জায়গা পান না সে রাজ্য সরকারের এমন এমন অভিযোগ অসাড়। 

তিনি বলেন, বিজেপির অনেকেই প্রথমবার বিধায়ক হয়েছেন। জীবনে প্রথমবার ভোট দিচ্ছেন রাষ্ট্রপতি নির্বাচনে।  সুতরাং নতুন বিধায়কদের ভোট প্রক্রিয়া বোঝাতেই একসঙ্গে রাখার ব্যবস্থা। তৃণমূল বরং চিন্তা করুক তাঁদের কতজন বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিলেন। 

তবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান প্রক্রিয়ায় নিয়ম ভেঙে ১৫ গাড়ির কনভয় নিয়ে আসেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে একাধিক বাইরের লোক। কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি।
  
অর্জুন পুত্র পবন সিং আজ সকলের আগে ভোট দেন। ছিলেন লাইনের প্রথমে। বিজেপি উত্তরীয় গলায়। পিতা অর্জুন সিং-এর মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ !

তাহলে কি বিরোধী নেতার কথাই ফলতে শুরু করেছে? তৃণমূলের শিবিরের ভোটে ভাঙন ধরেছে? রাজ্য থেকে প্রত্যাশার বেশি ভোট পেলে পারেন দ্রৌপদী মুর্মু?

Tags:

Presidential Election

president election

President Election 2022

Presidential election 2022

#TMC

Vice president election 2022

vice president election

vice president election news

vice president election 2022 candidates

vice president election 2022 india

vice president election in india

India President Election

#MamataBanerjee

#ChiefMinisterofWestBengal

#DilipGhosh

#MemberoftheLokSabha

#SuvenduAdhikari

#AbhishekBanerjee

#RahulSinha

#MadanMitra

#AmitShah

#NarendraModi

#SaugataRoy

#SamikBhattacharya

#AllIndiaTrinamoolCongress

#trinamoolcongress

#BharatiyaJanataParty

#bjp

#cpim

#congress

president election in india

president election in india 2022

president election process in india

indian president election 2022

president elections 2022

#SmritiIrani


আরও খবর


ছবিতে খবর