img

Follow us on

Wednesday, Oct 30, 2024

TET Scam: প্রাইমারি টেট দুর্নীতি, তৃণমূল নেতাকে ঘুষ দিয়েও চাকরি অধরা, মেলেনি টাকা

তৃণমূল নেতার পায়ে পড়ে টাকা ফেরত চাইছেন টেট পরীক্ষার্থী

  2022-06-27 21:25:37

পথের মাঝে হঠাত দেখা...
২০১২ সালে প্রাইমারি টেট-পরীক্ষার পাশের জন্য ইসলামপুর গ্রামের তৃণমূল নেতা রতন মণ্ডলকে ৯ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন আশিস সিংহ। টেটের চাকরি হয়নি। তাই টাকা ফেরতের দাবি।
গত আট ন' বছর এই ভাবেই। দেব দিচ্ছি করে তারিখের পর তারিখ।
এবছরই আসরে নামেন আশিসের বন্ধু শ্যামল সাহা। লিখিত পড়িত চুক্তি হয়, টাকা ফেরত দেওয়ার। প্রথম কিস্তি দেওয়ার তারিখ ছিল ২২জুন, ২০২২, টাকা ফেরত আসেনি।
এখন তৃণমূল নেতা রতন বলছেন, সাংবাদিক নিয়ে আসায় তিনি নাকি টাকা দেবেন না। 
চেপে ধরতেই ভোল বদল। এখন বলছেন অন্য কথা, 
বুঝলাম। তারপর?
বুঝুন কাণ্ড! ছোট তৃণমূল নেতার টাকা মারছে বড় তৃণমূল। আর ছোট তৃণমূল টাকা মারছে সাধারণ মানুষের। রতনও তাঁর নেতাকে টাকা দিয়েছিল। টাকা ফেরত আসেনি। চাকরিও হয়নি। এখন ভয়ে নামও উচ্চারণ করতে পারছেন না।
পথের মাঝে হঠাত দেখা হলে হয়ত রতন মণ্ডলও এমন করেই হাতে পায়ে ধরছেন তাঁর থেকে বড় তৃণমূল নেতার। হয়তো তিনিও ঘোরাচ্ছেন টাকা দিচ্ছেন না। চাকরি দিতে পারেননি।
আপাতত দুজনেরই আম-ছালা দুই গেছে
তৃণমূলকে ঘুষ দিয়েও চাকরি অধরা, মেলেনি টাকা


TET Scam, Primary Tet Exam, Pray for money, Return Money, Bribe, TMC Leader, Local TMC, Teacher Recruitment, Corruption,  Bribe for Job,

 

Tags:

bribe

Teacher Recruitment

Corruption

tmc leader

TET SCAM

Primary Tet Exam

Pray for money

Return Money

Local TMC

  Bribe for Job


আরও খবর


ছবিতে খবর