HIV পজেটিভ দিচ্ছে রক্ত, রায়গঞ্জ ব্লাড ব্যাঙ্কে দালালচক্র
রায়গঞ্জ ব্লাডব্যাঙ্কে সক্রিয় দালালচক্র। রোগির আত্মীয় সেজে এই ভাবেই বসে থাকে ব্লাড ব্যাঙ্কের সামনে। বিপদগ্রস্থ মানুষ পেলেই মিষ্টি কথায় ফাঁদে ফেলে। চড়া টাকার অঙ্কে হিসেবপত্তর মিটলেই রোগীর পরিবারের সদস্য সেজে ঢুকে পড়ে ব্লাড ব্যাঙ্কে।
মঙ্গলবারও তেমনই। রায়গঞ্জ মেডিকেলের ব্লাডব্যাঙ্কে আসেন সাজু মহম্মদ। কোন এক রোগীর আত্মীয় সেজে রক্ত দিতে। ব্লাড ব্যাঙ্ক কর্মীর সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করতেই সাজু জানায় ১১ দিন আগেই রক্ত দিয়েছে সে। অথচ সবাই জানেন তিন মাসের মধ্যে দ্বিতীয়বার রক্ত দেওয়া যায় না। এরপরই নিরাপত্তারক্ষীদের নিজের পরিচয় জানায় সাজু।
সাজু মহম্মদ
রক্ত বিক্রেতা
রায়গঞ্জের গোয়ালপাড়ায় বাড়ি
এরই মধ্যে জানা যায়,ঐ যুবক এইচআইভি পজেটিভ। ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। খবর যায় রক্তদানের সঙ্গে যুক্ত এক স্বেচ্ছাসেবী সংগঠনকে ও রায়গঞ্জ থানায়। ততক্ষণে অবশ্য ক্যামেরার সামনে টাকার বিনিমিয়ে রক্ত বেচার কথা স্বীকার করেছে সাজু। যদিও তাঁর দাবি সে রোগীর আত্মীয়। রোগীর পরিবার অবশ্য তা অস্বীকার করেন।
একজন বলে টাকা চাইনি, আরেকজনের দাবি টাকা দেইনি। দুটোই ক্যামেরার সামনে। পরে অবশ্য সাজু স্বীকার করে একটা রক্তবিক্রির গ্যাং-এর হয়ে কাজ করা সে।
আপাতত, হাঁফ ছেড়ে বেঁচেছে সকলেই। একজন দালাল ধরা পড়েছে। মাথা বা চাই আজও অধরা। তবে, রক্তদাতা সংগঠনের পক্ষ থেকে জানা গেছে, রক্ত দিলেই সঙ্গে সঙ্গে সঙ্গে তা রোগীর শরীরে দেওয়া হয় না। ল্যাব পরীক্ষায় পাশ না করলে নষ্ট করে ফেলা হয় পুরো ইউনিট। সুতরাং এখনই আতঙ্কের কারণ নেই। তবে পুলিশের নজরদারি যত বাড়বে আর সাধারণ রক্তদাতাদের মধ্যে সচেতনতা যত বাড়বে ততই েই সব দালাল চক্রকে রোখা যাবে।
Tags:
bangla news
Bengali news
bangla news live
bengali news live
blood racket
racket selling nylon manjha
blood bank racket
fake blood racket
plasma blood racket
fake blood racket exposed
gsvm fake blood racket
arrest in blood bank racket
fake blood racket busted
blood bank black market
delhi kidney racket case
racket squad
blood
racket
blood tests
red blood cells
blood donation
hiv infected blood
indianblooddonors
blood inquiry
blood (biofluid)
b blood
infected blood inquiry
hiv blood
blood cell
blood news
contaminated blood inquiry
blood plasma
blood donors
blood victims
infected blood
white blood cell
inject hiv blood
white blood cells
blood transfusion
hiv blood on patients
blood inquiry hearing
infected blood victims