মাঠে মেলা তাই, রায়গঞ্জ হাসপাতাল পার্কিং প্লেস!
এইভাবেই নিয়ম করে দাঁড়িয়ে থাকে অ্যাম্বুলেন্স। ভিতরে রোগী। কেউ স্থানীয় কেউ বা এসেছেন বহুদূর থেকে। রেফার কেস হিসেবে। আত্মীয় স্বজনের মুখে আতঙ্ক। আর একটু পথ পৌছাতে পারলে হয়তো চিকিৎসা পাবেন। ১০০ দেড়শ' মিটার পথ মাত্র। ঐটুকু পথ পেরোতে কখনও কখনও পেরিয়ে যায় ঘণ্টা!
সামনেই রায়গঞ্জ হাসপাতাল। আরেকটু পথ যেতে পারলেই মিলবে চিকিৎসা। অন্তত ডাক্তারবাবু দেখবেন। নাহ সে সবের কোন উপায় নেই। কারণ পাশের মাঠে চলছে মেলা উৎসব। একদিন দুদিন নয়। সম্বৎসর লেগেই আছে মেলা। এক উৎসব কাটলেই অন্য উৎসব। এক অর্গানাইজার থেকে অন্য সংগঠক। উৎসব চলতেই থাকে। আর রায়গঞ্জ হাসপাতালের সামনে এমন নরক যন্ত্রণা চলতেই থাকে।
হাসপাতালে পৌঁছালেও বিপদ কাটে না। গাড়ি রাখার জায়গাও নেই। ঠাই নাই, ঠাই নাই দশা হাসপাতালে। বেড নয় অমিল পার্কিং। সার সার মেলার গাড়ি দাঁড়িয়ে হাসপাতালের ভিতর। অ্যাম্বুলেন্স রাখার জায়গা নেই। মাঠে মেলা মানেই হাসপাতালে পার্কিং-ওয়ালাদের রমরমা।
বার বার অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছু হয়নি। মাঠে মেলা মানেই রায়গঞ্জ হাসপাতাল পার্কিং প্লেস। রোগীদের হেনস্তা।
রুগি কল্যাণ সমিতির সভাপতি যদিও বলছেন হওয়া উচিৎ নয়। কিন্তু তাঁদের আমলেই রমরমা হয়েছে মেলা উৎসব। প্রশাসনের এহেন উদাসীনতায় রীতিমত হতভম্ব শহরবাসী। হাসপাতালের রাস্তাকে ঘিরে এমন অরাজকতায় রীতিমতো ক্ষুব্ধ সাধারণ মানুষ। হেনস্থায় রোগীরা।
Tags:
Raiganj
hospitals
Raiganj Hospital
chaoes in road
Road Jam
Traffic Jam on Hospital Road
Hospital become Parking Place
road collapes
Super Raiganj Hospital
Ambulence
Patient
traffic jam
traffic
traffic jams
doctors hospital
massive traffic jam
ambulance
ambulance stucked
ambulance stucked in jam
ambulance stucked in traffic
ambulance stuck
ambulance in jam
stuck
blocked
ambulane
medical emergency