img

Follow us on

Sunday, Jan 19, 2025

Rampurhat Water: TMC সরকারের দরকার নেই! জল আনতে একজোট গ্রাম

TMC সরকারের দরকার নেই! জল আনতে একজোট গ্রাম

  2023-03-01 20:02:03

রামপুরহাটের মানুষ বুঝিয়ে দিলেন, তারা আসল শক্তি। সরকার নয়। পঞ্চায়েত নয়। শাসক দলের কোন নেতা নয়। আসল শক্তি লুকিয়ে আছে একজোট স্পর্ধায়।

গত দশ বছর জেলা পরিষদের দায়িত্বে মমতার সরকার। ১৫ বছরের সাংসদ তৃণমূলের। ১০ বছরের বিধায়ক তৃণমূলের। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সব জায়গায় একচ্ছত্র শাসন কায়েম। চার ইঞ্জিনের সরকার হয়েও কোন লাভ হয়নি। রামপুরহাট ১ নম্বর ব্লকের মাশরা গ্রাম পঞ্চায়েতে আজও পানীয় জল পৌছাতে পারেনি রাজ্যের সরকার। কেন পারেনি তার কোন ব্যাখ্যা নেই সরকারের কাছে।
 
তাই নিজেরাই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের মানুষ। ১৫০টি পরিবার বাস করে চাঁদনী গ্রামে। দীর্ঘদিনের দাবি ছিল পানীয় জলের। এখন নিজেরাই চাঁদা তুলেছেন। নিজেরাই খেটেছেন। লাল রুখু মাটির বুকে গর্ত ২০০০ ফুট গর্ত খুঁড়ে তুলে এনেছেন মাটির নীচের জল। পাইপ লাইন টেনে নিজেরাই পৌছে দিচ্ছেন ঘরে ঘরে। এখন চলছে পাইপ বসানোর কাজ।
    
গ্রামবাসীদের বক্তব্য পরিষ্কার। ১০০দিনের পরিশ্রমের কাজ আমরাই করব। কাটমানি খাবে ঠিকাদার আর পঞ্চায়েতের নেতারা। জব কার্ডের টাকা মেরে দেবে সরকার। অথচ গ্রামের মানুষের প্রয়োজন মিটবে না। এমন তো আর চলতে পারে না। তাই আমাদের কাজ আমরাই করে নিচ্ছি।
 
এতদিন ধরে পঞ্চায়েতকে জানিয়ে কোন কাজ হয়নি। ২০১৮ সালে ভোট বয়কট করেও পানীয় জল আসেনি গ্রামে। তাই ৯০টি পরিবার চাঁদা তুলে বাকিরা গতরে খেটে মেটাচ্ছেন, গ্রামের পানীয় জলের সমস্যা। কম বেশি প্রায় হাজার মানুষের বাস চাঁদনি গ্রামে। তবে এই বিষয়ে মাশরা পঞ্চায়েতের প্রধান দিলীপ কিস্কু নাকি কিছুই জানেন না।
 
স্বজনপোষন, কাটমানি, তোলাবাজি নিয়ে ব্যস্ততা থাকলে এমন দেড়শোর বেশি পরিবারের নিত্য পানীয় জলের সমস্যা খোট খাটই মনে হয়। যদিও রামপুরহাটের শাসক দলের আরেক নেতা ফের প্রতিশ্রুতি দিয়েছেন, ভোটের পরে নাকি কাজ শুরু হবে। 
 
এসব ছেঁদো প্রতিশ্রুতিকে এখন থোড়াই কেয়ার মাশরা গ্রামপঞ্চায়েতের চাঁদনি গ্রামের। সরকারি সাহায্য না পেয়ে গ্রামবাসীরা চাঁদা তুলে পানীয় জলের সমস্যা মেটালেন নিজেরাই। জানিয়েও দিয়েছেন এবারও ভোট পাবে না কোন পক্ষই।

 

Tags:

West Bengal government

Madhyom

Mamata Banerjee government

Rampurhat

TMC Government

bangla news

Bengali news

Mamata Government

Bengal Government

rampurhat news

rampurhat no water village

united villagers

villagers united

united to make water pipe line

water pipe line

no need

bengal state government

villagers

no water village

rampurhat village

villagers make pipe line

united for vote boycott

vote boycott for drinking water