দেখুন নাগেরবাজারের রথের মেলার ছবি
তিন, তিন বছরের অপেক্ষা। মাঝে কোভিডের কারণে দু বছর কোনও মেলাই হয়নি। তাই এবারের রথযাত্রা ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে। এক বুক আশা নিয়ে মেলায় হাজির দোকানিরাও। হরেক কিসিমের জিনিস সাজিয়ে তাঁরাও বসে পড়েছেন রাস্তার ধারে। সকাল থেকেই চলছে প্রস্তুতি। বিকেলে রথের চাকা গড়ানোর আগে সবাই চাইছেন তাঁদের ভাগ্যের চাকাটাকে আর একটু গড়িয়ে নিতে।
যশোর রোডের ওপর নাগের বাজার। এখানেই রাধাগোবিন্দ জিউর মন্দির। সেখানেই পুজো হল বলরাম, সুভদ্রা, জগন্নাথদেবের। প্রায় আড়াইশো বছর ধরে চলে আসছে এই প্রথা।