img

Follow us on

Friday, Nov 22, 2024

Recruitment Scam: ৬০০ দিনের প্রতিবাদ, শিক্ষকদের শক্তি ও রাজ্যের লজ্জা

৬০০ দিনের প্রতিবাদ, শিক্ষকদের শক্তি ও রাজ্যের লজ্জা

  2022-11-05 20:40:14

৬০০ দিনে পড়ল হবু শিক্ষকদের আন্দোলন। ৬০০দিন তাঁরা রাস্তায় বসে। গ্রীষ্ম বর্ষা শীত। একই ভাবে দিন কেটেছে। রাত নেমেছে। দাবি একটাই, মেধার ভিত্তিতে হোক নিয়োগ। প্রথম থেকেই একই কথা বলে আসছিলেন তাঁরা। 

রাজ্যে গত ১১ বছরে যে তিন তিন বার শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে, প্রতিবারই যোগ্যতাকে মাপকাঠি না করে বরং ঘুষকে মাপকাঠি করা হয়েছে। করেছে সরকার কমিশন আর শিক্ষা দফতর। ন্যায্য চাকরির দাবিতে আন্দোলনরত পরীক্ষা-সফল প্রার্থী নিজেদের চাকরির দাবিতে অনড়। 

একটানা আন্দোলন চললেও সরকারের ঘুম ভাঙেনি। বরং দফায় দফায় আন্দোলন ভাঙ্গার সব চেষ্টা চালিয়ে গেছে রাজ্যের সরকার। শিক্ষা দফতর আর কমিশন। কখনও, সিবিআই ইডি তদন্ত ঠেকাতে আদালতে কখনও প্রশাসনিক ভাবে। কখনও পুলিশ লেলিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে জানিয়েছেন,পছন্দের লোককে চাকরি দিয়েছে সরকার।

সেই পছন্দের মাপকাঠি,যে যত টাকা দেবে সে তত দ্রুত শিক্ষকতার চাকরি পাবেন। যত বেশি টাকা তত ঘরের পাশে নিয়োগ। এর আগেও অবশ্য ২০১৪ লোকসভা নির্বাচনের প্রচারে আলিপুরদুয়ারে গিয়ে, মমতা ঘনিষ্ঠ মানিক ভট্টাচার্য জানিয়েছিলেন, তৃণমূল দলের কর্মীরাই চাকরি পাবেন। কিন্তু যেটা বলেননি, দলীয় কর্মীদেরও মেধার ভিত্তিতে নয় টাকার ভিত্তিতে চাকরি পেতে হবে। তৃণমূলের সাধারণ কর্মীরাও পার পাননি, তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রী-বিধায়ক- বা কমিশনের কর্তাদের কোটি কোটি টাকার লোভের কাছে। অথচ যারা মেধা আর যোগ্যতার দাবিদার পরীক্ষার খাতায় নম্বরে শিক্ষক প্রশিক্ষণে তাঁদের বাদ দেওয়া হয়েছে। তারাই রাস্তায় গত ৬০০ দিন রাত ধরে

আদালতের পর্যবেক্ষণে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইডির তদন্তে এখন পরিষ্কার কারা কোটি কোটি টাকা কামিয়েছে। এখন সারা দেশ জানে পশ্চিমবাংলার শিক্ষা দফতর প্রাইমারি থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ শুধু আপাদমস্তক চোর নয় রীতিমত লুঠেরা। শিক্ষক নিয়োগে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে।

সেই ন্যায্য চাকরিই ফেরত চাইছেন এরা। গত ৬০০ দিন ধরে। সরকার এখনও টালবাহানা করছে। এখনও নেতা মন্ত্রীরা কমিশনের কর্তারা একুশে আইনের কথা বলছেন। আদালতে রাজ্যের সরকারের শিক্ষক নিয়োগের প্রায় সব বক্তব্যই ভর্তসনার মুখোমুখি হচ্ছে। তবু সরকার অনড়। কারণ একা পার্থ চট্টোপাধ্যায় নয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আমলেও দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতি ঢাকতেই এখনও টালবাহানায় রাজ্যের শিক্ষা দফতর। আপাতত গোটা শিক্ষা দফতর জেলখানায়। আর ন্যায্য চাকরির দাবিতে গত ৬০০ দিন রাস্তায় রাজ্যের হবু শিক্ষকরা।

গোটা দেশের কাছে আন্দোলনের নজির এই ৬০০ দিন। গোটা দেশের শিক্ষা জগতের কাছে লজ্জা এই ৬০০ দিন।

Tags:

SSC recruitment scam

Madhyom

Bengal news

Bengali news

Recruitment

Teacher Recruitment scam

Recruitment scam

teacher recruitment scam in west bengal

Bengal Recruitment scam

recruitment scam in west bengal

school recruitment scam

teacher recruitment in west bengal

ssc teacher recruitment scam

TET Recruitment Scam

Bangla khabor

recruitment scam 2022

slst recruitment scam

600 days Protest

ssc protest 600 days

bengal teachers 600 days portest

kolkata teachers protest live today

tet protest 600 days

600 days recruitment protest

Shame of the State

Shame of west bengal

Shame of the west bengal govt

Shame of the bengal govt

Shame of the State Govt

Strength of Teachers

The Strength of protest

The Strength of protesters

The Strength of Teacher protest


আরও খবর


ছবিতে খবর