img

Follow us on

Monday, Nov 25, 2024

Recruitment Scam: অনুব্রতর পর মেয়েকেও 'চোর' ধ্বনি

অনুব্রতের মেয়ে সুকন্যা হলকাতা হাইকোর্টে

  2022-08-18 21:45:43

PUBLIC AGAINST CORRUPTION

আবার তাঁকে দেখা গেল। সেই একই রাগ গলায়। ঠিক যখন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল ঢুকছেন কলকাতা হাইকোর্টে।

বিরক্তি রাগ ক্ষোভ ঝরে পড়ছে গলায়। সর্বসমক্ষে চিৎকার করে জানাচ্ছিলেন তাঁর রাগের কথা।

নাম যাই হোক না কেন। ইনি কিন্তু আম সাধারণ একজন মানুষের প্রতিনিধি। লক্ষ্য করে দেখুন ঠিক এই কথাগুলোই আমরা সবাই বলতে চাই। অথচ পারছি না। বীতশ্রদ্ধ ইনি বলে ফেলেছেন। ইনি ভয় পাননি। 
তবে এমন ঘটনা প্রথম নয়। এর আগেও রাগে ফেটে পড়েছিলেন নেহাতই নিরীহ আরেক মহিলা। জোকা ইএসআই-এ। যখন স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছিল নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। রাগের মাথ্য জুতো ছুঁড়ে মেরেছিল তিনি।

ইনিও ভয় পাননি। ভয় পাননি তৃণমূলের বেতাজ বাদশা,পার্থ চট্টোপাধ্যায়কে। যিনি, একাধারে তিন তিনটি দফতরের মন্ত্রী ছিলেন, তৃণমূল ক্যাবিনেটে দু নম্বর। তৃণমূল দলের মহাসচিব শৃংখলারক্ষা কমিটি সহ সহ পাঁচ পাঁচটি পদ অলংকৃত করেছিলেন। 

যেমন আজকের মহিলাও ভয় পাননি অনুব্রতকে। একসময় যাকে বীরভূমের বাঘ বলা হত। হাজারো প্রকাশ্য হুমকি অপশব্দ ব্যবহার করা সত্ত্বেও যার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না দল। কয়লাপাচার গরুপাচার, বালি পাচার, স্বজনপোষণ। একাধিক অভিযোগ যার বিরুদ্ধে। যাকে এখনও বীরভূমের সভাপতির পদ থেকে সরায়নি তৃণমূল। বরং দলনেত্রী তাঁর পাশে দাঁড়িয়েছেন।

নেত্রীর হুমকি শুনে জেগে উঠেছিলেন তৃণমূলের একাধিক নেতা। পাল্টা প্রকাশ্য হুমকি দিয়ে বলেছিলেন হাজারো অনুব্রত আছে দলে।

মানুষ হেসেছিলেন। আর এনারা ভয় পাননি। সেটা আজকের ক্ষুব্ধ মানুষটিকে দেখলেই বোঝা যাবে। আসলে, তৃণুমুলের বিরুদ্ধে ভয় ভাঙছে মানুষের। নইলে সেই কবে ভূবনেশ্বরে এইমসে নিয়ে যাওয়ার সময় পার্থ চট্টোপাধ্যায়কে সরাসরি চোর বলে ডাকেন সাধারণ মানুষ। বিরক্তি আর ক্ষোভে। যারা চিকিৎসা করাতে গিয়েছিলেন সেখানে। তারাই চিৎকার করেছিলেন চোর বলে।                                                                                          
একাধারে এলাকায় এলাকায় সরকারের দুর্নীতির প্রতিবাদে মিছিল পথসভা যত বাড়ছে ততই ভয় ভাঙছে মানুষের। ধারণা বদলাচ্ছেন তাঁরা। বাংলার মানুষ চিরকালই দুর্নীতির বিরুদ্ধে।

Tags:

bjp

Calcutta High court

SSC recruitment scam

Madhyom

tmc

bangla news

Bengali news

Teacher Recruitment

Teacher Recruitment scam

ssc scam

Anubrata

bengal ssc scam

Recruitment scam

west bengal ssc scam

bengal teacher recruitment scam

teacher recruitment scam in west bengal

Bengal Recruitment scam

recruitment scam in west bengal

school recruitment scam

teacher recruitment in west bengal

ssc teacher recruitment scam

Teachers recruitment scam

Sukanya Mandol

Chor Chor

Peoples against Corruption

Anubrata's Daughter

TET Recruitment Scam

west bengal teacher recruitment scam

teacher recruitment 2022

education recruitment scam


আরও খবর


ছবিতে খবর