img

Follow us on

Saturday, Jan 18, 2025

Recruitment Scam: চাকরির জন্য টাকা, ফেরতের দাবিতে TMC নেতার বাড়িতে হামলা 

ভগবানপুরে টাকা ফেরতের দাবিতে TMC নেতার ছেলেকে মারধোর

  2022-08-06 18:31:50

এবার চাকরি প্রার্থীদের হামলা ভগবানপুরের দাপুটে তৃণমূল নেতা শিবশংকর নায়েকের বাড়িতে।
এই ছবি না দেখাতে পারলেই ভাল হত। দুই পক্ষের কথোপকথন শুনলেই বুঝতে পারবেন বিক্ষোভের কারণ। 
অভিযোগ, ভগবানপুর এক নম্বর ব্লকের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিবশঙ্কর নায়েক এলাকার অনেককে থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন। তারপর চাকরি দিতে পারেননি। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরই পালিয়েছেন বাড়ি ছেড়ে। ২০১২-১৩ সাল থেকে এই টাকা তোলা চলছে। চাকরি হবে হচ্ছে বলে এতদিন অপেক্ষা করেছেন চাকরি প্রার্থীরা। এখন আমও গেছে ছালাও গেছে। আর চাকরি হবে না জেনেই এবার হামলা শিবশঙ্করের বাড়িতে।
ভগবানপুর এক নম্বর ব্লকের কোটবাড় গ্রামের বাসিন্দা শিবশঙ্কর নায়েক। তাঁর স্ত্রী নিজেও পঞ্চায়েতের সদস্য। ফলে নায়েক পরিবারের ক্ষমতার দাপটে ভুবন অন্ধকার। যদিও নিজের পরিবারে মোচ্ছবের অভাব হত না। অভিযোগ চাকরি প্রার্থীদের।
শনিবার সকালে চাকরি প্রার্থীরা তার বাড়িতে গিয়ে যখন হাজির হন তখন বাড়ি থেকে পলাতক ওই তৃণমূল নেতা। এর পরই তৃণমূল নেতার স্ত্রী ও ছেলেকে বেধড়ক মারধর করে চাকরি প্রার্থীরা। গোটা ঘটনা কেউ কেউ মোবাইলেও ছবি তোলে। 
নায়েক পরিবারের অভিযোগ চাকরি প্রার্থীরা কোন কথা শুনতেই রাজি ছিলেন না। দরজা খুলতেই গালাগালি মারধোর শুরু করেন।
ইনি এখন প্রমাণ চাইছেন। স্বাভাবিক। কারণ লোক সাক্ষী রেখে তো কেউ আর ঘুষ নেয় না বা চাকরি বিক্রি করেন না। স্বাভাবিক কারণে কোন প্রমাণ নেই। কারণ যে তৃণমূল নেতা টাকা নিয়েছেন,তিনিই পালিয়েছেন ঘর ছেড়ে। সে না এলে স্বীকারোক্তিও মিলবে না। ফলে বেপরোয়া চাকরি প্রার্থীরা। 

কিন্তু প্রশ্ন হল এই ভাবে পালিয়ে কদ্দিন? হয় তাঁকে ভগবানপুরের কোটবাড় গ্রামে ফিরতে হবে। ফিরলে টাকা চাইবে সুদ চাইবে সাধারণ মানুষ। নয়তো বাস উঠিয়ে চলে যেতে হবে অন্যত্র। ঠিক যেভাবে ২০১১ থেকে বিরোধীদের গ্রামছাড়া করেছিলেন এই সব তৃণমূল নেতারা। 

তবে মূল প্রশ্ন হল, যিনি চাকরি বিক্রি করছেন তিনিও যেমন দোষী, যিনি পিছনের দরজা দিয়ে চাকরি কিনছেন,যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে। তিনিও সমান অপরাধী।

 

Attack on TMC Leader's House, Demanding Refund lakhs of Money for Job

Tags:

bjp

tmc

Suvendu Adhikari

Mamata

Dilip Ghosh

tmc leader

bangla news live

bengali news live

Bangla News Bengali News

Recruitment scam

Bengal Recruitment scam

recruitment scam in west bengal

TMC Leader Fleed

Money for Job

Bhagwanpur Block

East Midnapur

Sib Sankar Nayek

Agitation For Refund

Refund Money

money for jobs

Assault on demand for refund

TMC leader's house Ransacked

Asit Majumdar


আরও খবর


ছবিতে খবর