img

Follow us on

Sunday, Jan 19, 2025

Recruitment Scam: "আকাশ প্রমাণ ষড়যন্ত্র" কিসের ইঙ্গিত তৃণমূল নেতা কুন্তলের?

WhatsApp_Image_2023-01-25_at_1911.33

  2023-01-25 20:24:08

আকাশ প্রমাণ ষড়যন্ত্রের শিকার। মুখ খুললেন কুন্তল ঘোষ!

কোন আকাশ প্রমাণ দুর্নীতির কথা বললেন যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুন্তল ঘোষ? আজ কুন্তলকে নিয়ে আসা হয়েছিল মেডিকেল টেস্টের জন্য। সেখানি সাংবাদিকদের জিজ্ঞাসার জবাবে কুন্তল জানান, আকাশ প্রমাণ ষড়যন্ত্রের শিকার তিনি।

আজ ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়, হুগলিতে কুন্তলের সহযোগী হুগলী জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জিকে। বিশে জানুয়ারি একাধারে কলকাতায় কুন্তলের নিউটাউনের দুই ফ্ল্যাটে এবং হুগলিতে শান্তনু ব্যানার্জির বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেই দিনই বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয় শান্তনুর বাড়ি থেকে। জানা গেছে, নিয়োগ দুর্নীতিতে কুন্তলের সহযোগী ছিলেন হুগলির জেলা কর্মাধ্যক্ষ এই শান্তনু ব্যানার্জি। আজ ইডি দফতরে, জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় শান্তনুকে। যদিও কুন্তল এই বিষয়ে কিছু বলতে চাননি।

তবে কুন্তল জানিয়ে দিয়েছেন আকাশপ্রমাণ ষড়যন্ত্রের শিকার তিনি। কিন্তু কোন ষড়যন্ত্রের কথা বলছেন কুন্তল? আরেক অভিযুক্ত শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডল নিজেই জানিয়েছিলেন, ৩২৫জন চাকরি প্রার্থীর কাছ থেকে সাড়ে উনিশ কোটি টাকা নিয়েছিল হুগলির কুন্তল ঘোষ। কুন্তল গ্রেফতারের পর কুন্তলের স্ত্রী দাবি করেন, তাপস মণ্ডলকে ৫০লাখ ঘুষ দেওয়া হয়নি বলেই তিনি কুন্তলের নাম বলেছেন। তারপর ফের মুখ খোলেন তাপস। 

আজ তাপস মণ্ডলকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। সম্ভবত শান্তনুর মুখোমুখি বসিয়ে জেরা,ইডি সূত্রে জানা গেছে কুন্তলও বেশ কিছু নাম জানিয়েছে ইডিকে। তাঁরা হলেন,(ব্ল্যাক মাস্কড ফেস) নীলাদ্রী ঘোষ ও গোপাল দলপতি। তবে তাঁরা কারা সে সম্পর্কে ইডি সূত্র কিছু জানায়নি এখনও। 

তাহলে, কোন ষড়যন্ত্রের কথা বলছেন কুন্তল? যা আকাশ প্রমাণ?

তৃণমূলের বিভিন্ন সূত্র জানাচ্ছে, লড়াইটা পার্থ লবি বনাম অভিষেক লবির। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর, একই রকম ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী ও দলের নাম্বার টু পার্থ গ্রেফতারের সঙ্গে সঙ্গে তৃণমূলের পরবর্তী বৈঠকে দল থেকে তাড়ানো হয় পার্থকে। কিন্তু দলে রেখে দেওয়া হয় অনুব্রত মণ্ডলকে। মমতার ভাষণে ততটা কড়া বার্তা না থাকলেও অভিষেক গোষ্ঠীর মুখপাত্র কুনাল ঘোষ কিন্তু প্রতিবারই কড়া মন্তব্য করেছিলেন পার্থ সম্পর্কে। সম্প্রতি প্রাক্তন শিক্ষামন্ত্রী বার বার বার্তা দিচ্ছিলেন দলকে।

তৃণমূলের বিভিন্ন সূত্র জানাচ্ছে, পার্থের নির্দেশেই মুখ খুলেছেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডল। মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেকের নিজস্ব বৃত্তে থাকা কুন্তল আর শান্তনুর কীর্তিকলাপ জানিয়েছেন ইডিকে। যেখান থেকে একটা অংশ যেত কুন্তলের গড ফাদারের কাছে। কে সেই গুরুঠাকুর? নামটা ঘুরছে বাতাসে।

 

Tags:

bangla news

Bengali news

Teacher Recruitment scam

Recruitment scam

conspiracy

recruitment scam news

recruitment scam update

recruitment scam news update

recruitment scam latest news

kuntal ghosh

recruitment scam latest update

recruitment scam bengal

the conspiracy

mind conspiracy

dark conspiracy

Conspiracy Like The Sky

tmc leader hints

hint of tmc leader

tmc hint

hint tmc leader

kuntal ghosh news

kuntal ghosh news update

kuntal ghosh arrest

kuntal ghosh house raid in kolkata

arrest kuntal ghosh

kuntal ghosh arrested

ed on kuntal ghosh

kuntal ghosh news latest

kunal ghosh saradha scam

kuntal ghosh ed

kuntal ghosh tmc

madhyom