img

Follow us on

Saturday, Jan 18, 2025

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে কামিনী-কাঞ্চন যোগ, এবার গোপাল-হৈমন্তী

নিয়োগ দুর্নীতিতে কামিনী-কাঞ্চন যোগ, এবার গোপাল-হৈমন্তী

  2023-02-25 17:59:06

রাজনৈতিক ক্ষমতা, প্রশাসন, বেহিসাবি অর্থ, নকল কম্পানি, রূপালী পর্দা, মডেলিং, নারী, আর মাসল ম্যান,  
নিয়োগ দুর্নীতি মামলায় মিশে রয়েছে রহস্য উপন্যাসের যাবতীয় উপাদান। অন্ধকার জগতের সব রকম রসদ। পার্থ-অর্পিতা দিয়ে নারী-অর্থ-ক্ষমতার যোগাযোগ। তারপর অবশ্য একে একে  একাধিক নাম। এবার তৃণমূল যুব নেতা ভাসিয়ে দিল অন্য একটি নাম। হৈমন্তী গঙ্গোপাধ্যায়। 
কে এই রহস্যময়ী লাস্যবতী নারী? 

কুন্তল ঘোষ গতকালই জানিয়েছিল, হৈমন্তী আসলে আরমান গাঙ্গুলির স্ত্রী। আরমান গাঙ্গুলি আবার কে? এই আরমান গাঙ্গুলি আসলে গোপাল দলপতি। 

এই কুন্তল আবার তৃণমূল যুব কংগ্রেসের নেত্রী সিনেমা অভিনেত্রী সায়নী ঘোষের। যে কুন্তলের নামে একাধিক ফ্ল্যাট কলকাতার অভিজাত এলাকায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি মাত্র কয়েক বছরে এমন বিপুল সম্পত্তির মালিক কি করে হয় তৃণমূল কংগ্রেসের যুবনেতা কুন্তল। সেই কুন্তলের মুখে এবার গোপাল দলপতির নাম।     

সেই গোপাল দলপতি যিনি সারদা কাণ্ডে বন্দী ছিলেন তিহাড় জেলে। জামিনে ছাড়া পেয়ে ফিরে আসেন রাজ্যে। সেই গোপাল দলপতির স্ত্রী নাকি এই হৈমন্তী গাঙ্গুলি। যে হৈমন্তীর নামে একাধিক বাড়ি আর কোম্পানি। যিনি একটি সিনেমায় একটি মাত্র দৃশ্যে অভিনয় করেছিলেন। হৈমন্তীর ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, তিনি মডেলিং করেন। বাংলা সিনেমার অভিনেত্রী। বিজ্ঞাপনের মুখ। 

জানা গেছে, হাওড়ায় হৈমন্তীর পৈত্রিক বাড়ি সেখানে মা-বাবা আর এক বোন আছে। যদিও হৈমন্তীর মা মেয়ের সঙ্গে যোগাযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, গোপাল দলপতির সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে । 

যদিও, প্রতিবেশীদের দাবি দামি গাড়ি দিন পনের আগেও এই বাড়িতে এসেছেন হৈমন্তী।

এদিকে বেহালায় মিলেছে গোপাল দলপতি ও হৈমন্তীর ফ্ল্যাট। সেখানে অবশ্য এখন ঝুলছে তিনটে তালা। উধাও হয়ে গেছেন গোপাল দলপতি ও হৈমন্তী। ডালহৌসী অফিস পাড়ায় মিলেছে হৈমন্তীর নামে কোম্পানি। কিসের কাজ হত সেই কোম্পানিতে? অ্যাগ্রো প্রোডাক্টের কোম্পানির মালকিন ছিলেন হৈমন্তী। সেই অফিসেও এখন তালা। 

যেখান থেকে শুরু করেছিলাম, রহস্য রোমাঞ্চ সিরিজের কাহিনীর মতই সমস্ত উপাদানই মজুত এই নিয়োগ কেলেঙ্কারিতে। 
প্রেম, কাম, বিবাহ, ডিভোর্স, অবৈধ সম্পর্ক, প্রতারণা যেমন রয়েছে। তার সঙ্গে জুড়ে আছে, রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক সাহায্য, বেহিসেবি অর্থ, নকল কোম্পানি, এবং নারী (গ্রাফিক্সঃ)। তবে এর পরেও রয়েছে গল্পের আরেক মোচড়। 

জানা গেছে একেবারে নীচু থেকে উঠে আসা একজন টিউশন শিক্ষক থেকে সারদা প্রতারক হয়ে তিহাড় জেল। গোপাল দলপতির উত্থানও রোমাঞ্চকর। তিহাড় থেকে জামিন পেয়ে আবার পার্থ মানিক যোগাযোগকে কাজে লাগিয়ে দ্রুত উত্থান। নিয়োগ কেলেঙ্কারিতে নিজের দক্ষতা প্রমাণ করা। কিন্তু গল্পের শেষটা জানা ছিল না গোপালের। আরও একজন বাড়ছিল অন্য কোনখানে। যিনি আবার চালনা করতেন পার্থ মানিকদের। বাড়ছিল সেই টিমও কুন্তল নিলাদ্রীরা যার এজেন্ট। গোপালদের কাউণ্টার পার্ট। এবার কি আরও কিছু নাম আসবে সামনে? যা জানাবে গোপাল মানিক পার্থরা? 

Tags:

Partha Chatterjee

Madhyom

bangla news

Bengali news

Arpita Mukherjee

Recruitment scam

Arpita Partha

Partha Arpita

recruitment scam news

recruitment scam update

kuntal ghosh

Gopal Dalapati

haimanti ganguly

haimanti ganguly gopal dalapati

kuntal on haimanti

recruitment scam latest

kuntal sayani

sayani

sayoni ghosh

sayani kuntal ghosh

lady connection

tollywood connection

scam and lady connection

haimanti gangopadhyay

haimantiganguly

haimanti ganguli


আরও খবর


ছবিতে খবর