WhatsApp_Image_2023-02-25_at_1922.16
খোঁজ মিলছে না হৈমন্তীর। তবে হৈমন্তী-গোপাল দলপতির বেহালার ফ্ল্যাটের বাইরে মিলল রহস্যময় কাগজ! যাতে লেখা একাধিক সিরিয়াল নম্বর আর রোল নম্বর লেখা কাগজ। অভিযোগ,
মার্কিং করা ক্যান্ডিডেট লিস্ট, ২০২১ সালের ১৬৫০০ নিয়োগের মেরিট লিস্টে চাকরি পেয়েছে। যে কাগজ হৈমন্তী গাঙ্গুলির বাড়ি থেকে পাওয়া গেছে।
ফ্ল্যাটের দরজায় তালা। বাইরে আবর্জনা রাখার জায়গা থেকে উদ্ধার হয়েছে এই কাগজ। প্রাথমিক ভাবে সন্দেহ, এগুলো রোলনম্বর বা রেজিস্ট্রেশন নম্বর। তবে কীসের এই নম্বর, তা এখনও ধোঁয়াশা। নয় ডিজিটের রোল নম্বর নয় সাধারণত চাকরির ক্ষেত্রে। তাহলে কি, নিয়োগ দুর্নীতির সঙ্গে জুড়ছে হৈমন্তীর নাম? এই হচ্ছে সেই ছবি।
আরও একটা সন্দেহ, সচেতন ভাবে জুড়ে দেওয়া হচ্ছে হৈমন্তীর নাম? এমন সন্দেহও খুব অমূলক নয় বলে দাবি তদন্তকারীদের। গতকাল সংবাদমাধ্যমে বেহালায় গোপাল দলপতি ও হৈমন্তীর ফ্ল্যাটের হদিশ পাওয়ার পর। এখনও সিবিআই বা ইডি আধিকারিকরা ঐ বাড়িতে তদন্ত পৌছায়নি। তাহলে কি কেউ ইচ্ছাকৃত ফেলে রেখে গেল ঐ কাগজগুলো? কারণ নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকলে যখন সিবি আই ইডি তদন্তে তোলপাড় বাংলায়। ঐ কাগজ গোপনে রাখাই বা নষ্ট করে ফেলাই বুদ্ধিমানের কাজ। কেউ আবর্জনায় ফেলে রেখে যাবে কেন?
প্রাক্তন সিবিআই আধিকারিকদের মতে, তদন্তের মুখ ঘোরাতেই এমন কাণ্ড করতে পারে অপরাধীরা। তদন্তকারী সংস্থা দ্রুত ঐ ফ্ল্যাট তল্লাশি করলেই সব সত্য সামনে আসবে। মিলতে পারে আঙ্গুলের ছাপও।
কি কি মিলল হৈমন্তীর ফ্ল্যাটের আবর্জনা থেকে। কম্বল, একাধিক বাক্স, বস্তা, বিয়ের কার্ড কিছু ফাইল, স্ক্রিপ্টের অংশ। কোম্পানির কাগজ। শেয়ারের কাগজ পত্র। যেখানে সই রয়েছে হৈমন্তীর সইও রয়েছে। সেই কাগজের ঠিকানা হিসেবে লেখা আছে হাওড়ার উত্তর বাকসাড়ার ঠিকানা। যেটা হৈমন্তীর পৈত্রিক বাড়ি।
প্রাক্তন গোয়েন্দা কর্তার সন্দেহ, দুই দল দুর্নীতির ভাগীদারের মধ্যে লড়াই শুরু হয়েছে। লক্ষ্যণীয় হৈমন্তীর নাম প্রথম ভাসায় তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। যিনি তৃণমূল যুব সভাপতি সায়নী ঘোষের ঘনিষ্ঠ। ঘনিষ্ঠ তৃণমূলের সাংসদ ও মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জির। অভিষেকের নির্দেশেই গতবছরই রাজ্যের সাধারণ সম্পাদক হন কুন্তল। আর তৃণমূলের একদা দুই নম্বর পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সরিয়ে দেওয়া হলেও এখনও দল থেকে বিতারিত নন কুন্তল।
গতকাল ফ্ল্যাটের হদিশ মিললেও রোলনম্বর লেখা কাগজ মেলেনি। পুলিশ তদন্তকারী সংস্থা কেউ সিল করেনি কিছু। তাহলে কি রাতের অন্ধকারেই কোন বড় ঘটনা ঘটানো হয়েছে? রাখা হয়েছে কাগজ? তদন্তের মুখ নিজের দিক থেকে ঘোরাতেই কি কুন্তল ঘনিষ্ঠদের কৌশল।
প্রাক্তন সিবিআই কর্তার দাবি কেউই সন্দেহের উর্ধে নয়। জাল গোটানো শুরু হলে অপরাধীদের নিজের দিক থেকে দৃষ্টি ঘোরানো এমন প্রবণতা স্বাভাবিক। ইডি সিবিআই কর্তাদের উচিৎ দ্রুত ঐ ফ্ল্যাটে তল্লাশি চালানো।
Tags:
Madhyom
bangla news
Bengali news
Teacher Recruitment scam
Recruitment scam
recruitment scam news
west bengal ssc recruitment scam
recruitment scam update
recruitment scam news update
haimanti ganguly
haimanti ganguly wife of gopal dalapati
haimanti ganguly gopal dalapati
recruitment scam latest
recruitment scam in wb
mysterious
list
mysteries
the mysterious list
mysterious recruitment list
list mysteries
list mysterious
mysterious thing
mysterious lists
mysterious recruitment
mystery woman haimanti
haimanti ganguly viral
arpita haimanti